‘তাম্মি’র সবাই নারী

নামভূমিকায় অভিনয় করেছেন দীঘি

তাম্মি নামের নতুন একটি ওয়েব ছবিতে অভিনয় করছেন দীঘি। ছবিটির প্রধান চরিত্র, পরিচালক, চিত্রগ্রাহক, লাইন প্রডিউসার থেকে কস্টিউম ডিজাইনার—সবাই নারী।
অনেক দিন থেকেই নারী অভিনয়শিল্পীদের অভিযোগ, নাটক ও সিনেমার বেশির ভাগ গল্পই পুরুষকেন্দ্রিক। ওয়েবে সম্প্রতি নারীপ্রধান কিছু কাজ হয়েছে। নারীপ্রধান কাজ আগের চেয়ে বেশি হলেও দেশে নারী কলাকুশলীর সংখ্যা এখনো কম। তাম্মিকে সেখানে ব্যতিক্রমই বলতে হবে। নামভূমিকায় অভিনয় করেছেন দীঘি, পরিচালক ভুঁইয়া মাহিয়্যা মাহমুদা, চিত্রগ্রাহক রাওয়ান সায়মা, লাইন প্রডিউসার জ্যোতি সরকার ও কস্টিউম পরিচালক মিমিহলা চৌধুরী। পরিচালক জানালেন, নারীপ্রধান গল্পের ছবিটির ক্যামেরার পেছনেও যে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন, এটা পূর্বপরিকল্পিত ছিল না। পরিচালক মাহিয়্যা বলেন, ‘শুরুতে চিত্রগ্রাহক হিসেবে রাজু রাজের কাজ করার কথা ছিল। কিন্তু শুটিংয়ের আগে তাকে পাচ্ছিলাম না। ভেবে দেখলাম, চিত্রগ্রাহক হিসেবে রাওয়ানকে নিতেই পারি। একইভাবে বাকিদেরও যুক্ত করেছি।’

চিত্রনায়িকা দীঘি

পূর্বপরিকল্পিত না হলেও শেষ পর্যন্ত ক্যামেরার পেছনে নারীদের পেয়ে আনন্দিত পরিচালক, ‘একটু অন্য রকমের কাজ হয়েছে। ক্যামেরার সামনে হোক বা পেছনে, আমাদের এখানে তো নারীকেন্দ্রিক কাজ বলতে গেলে হয়ই না। সাহস করে করেছি। যেসব মেয়ে এই ক্ষেত্রে কাজের সুযোগ পাচ্ছেন না, তাঁদের এভাবে কাজে লাগাতে পারলে মন্দ হয় না। তাঁদের জন্য কাজের ক্ষেত্রও তৈরি হয়।’

তাম্মি নিয়ে দীঘি বলেন, ‘আমরা সচরাচর দেখি, যেকোনো কনটেন্টই পুরুষকেন্দ্রিক। শুধু এখানে নয়, সারা পৃথিবীর ইন্ডাস্ট্রিতেই এই চিত্র। গল্পে তো আছেই, ক্যামেরার পেছনেও পুরুষের প্রাধান্য। এটা নিয়ে আমাদের মধ্যে আফসোসও ছিল। সে জায়গা থেকে বেরিয়ে এসে হঠাৎই আমরা ফিল্মটি তৈরি করেছি, যেখানে পর্দার সামনে, পেছনে দুই জায়গাতেই নারীর প্রাধান্য। বলতে পারেন, এটি আমাদের টিমের জন্য অন্য রকমের ভালো লাগার কাজ।’

ছবিটির প্রধান চরিত্র, পরিচালক, চিত্রগ্রাহক, লাইন প্রডিউসার থেকে কস্টিউম ডিজাইনার—সবাই নারী

এক মেয়ের বাধাবিপত্তি পেরোনোর গল্প তাম্মি। দীঘি ছাড়াও অভিনয় করেছেন সৌমিক বাগচি, শুভ্র সরখেল, নিজাম তামুর, বিজলী আহমেদ, মাসুম রেজওয়ান প্রমুখ। তাম্মি প্রযোজনা করেছে সিনেহাট।