অবশেষে ওটিটিতে আসছে ‘শনিবার বিকেল’, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

‘শনিবার বিকেল’–এর পোস্টার। ইনস্টাগ্রাম থেকে

বাংলাদেশের সেন্সর বোর্ডে চার বছর ধরে আটকে থাকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’ মুক্তি পাচ্ছে ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম সনি লিভে। ২৪ নভেম্বর থেকে সিনেমাটি দেখা যাবে। প্ল্যাটফর্মটি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি সিনেমাটি মুক্তির খবর নিশ্চিত করেছে। তবে বাংলাদেশ থেকে সিনেমাটি দেখা যাবে না বলে জানিয়েছেন পরিচালক।

এদিকে ফেসবুকে ‘শনিবার বিকেল’ মুক্তির খবর জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও। এটি ছাড়াও ৩০ নভেম্বর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।

আরও পড়ুন

পরপর দুই সিনেমার মুক্তি নিয়ে ফারুকী ফেসবুকে লিখেছেন, ‘একসঙ্গে এত কিছু আসছে যে আমারই দিশাহারা অবস্থা।

‘শনিবার বিকেল’ সিনেমার একটি দৃশ্য
পরিচালকের সৌজন্যে

“শনিবার বিকেল” ওটিটিতে আসছে, ফাইনালি, ২৪ নভেম্বর, সনি লিভে। বাংলাদেশের বাইরে পৃথিবীর যেকোনো দেশ থেকে দেখা যাবে। আর ৩০ তারিখ তো চরকিতে আসছেই “সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি”।’

দুই সিনেমা দেখতে দর্শকের আহ্বান জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘দুইটা সম্পূর্ণ দুই রকম অভিজ্ঞতা হবে আশা করি। দুইটা ছবিই দেখবেন, কথা বলবেন, এই কামনায়। এই দুইটা ছবির পর আরও কিছু আসবে, সেটাও দ্রুত। এবং সেগুলা এই দুইটা থেকেও আলাদাই হবে ইনশা আল্লাহ।’

এর আগে চলতি বছরের ১০ মার্চ ‘শনিবার বিকেল’ মুক্তি পায় উত্তর আমেরিকায়। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে কানাডা ও যুক্তরাষ্ট্রের সিনেমা হলে ছবিটি মুক্তি দেয় সিঙ্গাপুরভিত্তিক পরিবেশনা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।

‘শনিবার বিকেল’-এ অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়সহ আরও অনেকে।