তারকাদের রিকোয়েস্ট পাঠিয়ে অ্যালেন স্বপন এখন ফেসবুকে জনপ্রিয়
সপ্তাহখানেক আগেই ফেসবুকে নতুন আইডি খুলেছে অ্যালেন। তার ফেসবুক প্রোফাইল ছবির চোখেমুখে অদ্ভুত এক রহস্যঘেরা হাসির ছাপ। এই হাসিমাখা ছবি দিয়েই দেশের অভিনয়শিল্পী ও নির্মাতাদের ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়ে রীতিমতো আলোচনায় এসেছে। কখনো তারকাদের ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য করছে, কখনো ইনবক্সে ফেসবুক রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে অনুরোধ করছে। এভাবেই মিডিয়া অঙ্গনে সাড়া ফেলেছে অ্যালেন। এখন ফেসবুকেও সে বড় তারকাদের মতো (পপুলার নাও) জনপ্রিয়। তাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী, মিথিলা, মৌসুমী হামিদ, রেদওয়ান রনি, সোহেল মণ্ডলসহ আরও অনেকে।
কিন্তু কে এই অ্যালেন স্বপন? এই পরিচয় এখনো মেলেনি। অ্যালেনের ফেসবুক আইডি সূত্রে জানা যায়, সে কক্সবাজারের কুতুবদিয়া থেকে এসেছে। এবার ঈদে ভয়ংকর রূপ ধারণ করবে, খুনোখুনির আভাস পাওয়া যাচ্ছে। তবে ভয়ের কিছু নেই। এই অ্যালেন বাস্তবের কেউ নয়। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ওয়েব সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ সিরিজের চরিত্র। সিরিজটির প্রচারণায় ভিন্নতা আনার জন্য অ্যালেন স্বপন চরিত্র দিয়ে তারকা ও কলাকুশলীদের ফেসবুকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। শিহাব শাহীনের পরিচালনায় সিরিজে অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দীন খান।
প্রচারণার এই কৌশলের প্রশংসা করে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন, ‘অ্যালেন স্বপনের ফ্রেন্ড রিকোয়েস্ট একটা দারুণ জিনিস হয়েছে। গুড জব চরকি এবং শিহাব শাহীন। আমি শিওর, সিরিজটাও কঠিন হবে।’ অভিনেত্রী মৌসুমী হামিদও অ্যালেনকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে মূল অভিনেতা নাসির উদ্দীন খানকে ট্যাগ দিয়েছেন। সেখানে অ্যালেন স্বপন মন্তব্য করেছে, ‘নাসির ভাইরে কিল্লাই ট্যাগ দর? আঁরে ট্যাগ দ। মাইসেলফ অ্যালেন স্বপন। নাইস টু মিট ইউ।’ উত্তরে মৌসুমী লিখেছেন, ‘নাইস টু মিট ইউ। আর ডর হরে।’ আবার অ্যালেন লিখেছে, ‘আরেকটা কথা। আমি কিন্তু তোমার অভিনয়ের সবচেয়ে বড় ফ্যান।’ এই আলাপচারিতায় অভিনেতা নাসির উদ্দীন খান মন্তব্য করেছেন, ‘খবরদার, ইনবক্সে সাবধান।’
সিরিজটির পরিচালক শিহাব শাহীন বলেন, ‘অ্যালেন স্বপন এখন ফেসবুকে আলাদা একটা চরিত্র হয়ে উঠছে। আমাদের প্রচারণার নতুন কৌশলে দারুণ সাড়া পাচ্ছি। প্রথম দিকে অনেকেই বুঝতে পারেননি। তারকারা সবাই মনে করেন তাঁদের ডিস্টার্ব করছে। তারকারা অনেকেই ইগনোর করেছেন। পরে সবাই বুঝতে পেরেছেন এটা প্রচারণা। তখন তারকারাও অ্যালেন স্বপনকে নিয়ে আগ্রহ দেখিয়েছেন। সিরিজটি নিয়ে দর্শকদের আগ্রহ দেখতে পাচ্ছি।’
গত বছর পবিত্র ঈদুল আজহায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’। সিরিজটিতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নাসির উদ্দীনের অভিনয় তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। তাঁর কিছু সংলাপ ফিরেছিল মানুষের মুখে মুখে। কেবল কী সংলাপ, খল চরিত্রে অভিনয় দিয়েও নজর কেড়েছিলেন তিনি। সেই সিরিজের স্পিন-অফ সিরিজে অ্যালেন স্বপন চরিত্রে হাজির হচ্ছেন নাসির উদ্দীন খান। চরিত্রটিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘চরিত্রটির সঙ্গে নাসির উদ্দীন খানের কোনো মিল নেই। তবে চরিত্রটি আমার খুব পছন্দের। কারণ, অ্যালেন স্বপন পর্দায় খারাপ মানুষ হলেও দর্শক তাকে ভালোবেসেছে। এবার এই স্বপনের আরও বিস্তারিত জানা যাবে।’
স্পিন-অফ সিরিজটিতে অ্যালেন স্বপন সম্পর্কে আরও ভালোভাবে জানা যাবে। প্রধান চরিত্রে নাসির উদ্দীন খান অভিনয় করছেন। এ ছাড়া সিরিজটিতে আরও অভিনয় করছেন রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, রুবেল, শিমলা, সেন্টু, আনিসুল বরুণ প্রমুখ।