সিনেমা–সিরিজে জমজমাট ওটিটি, কী দেখবেন এই সপ্তাহে

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

সিনেমা–সিরিজে জমজমাট ওটিটি। কোলাজ

‘বেসুরা’ (২ষ)
ধরন: অ্যানথোলজি সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
উঁচু-নিচু পথ, টিলা, তার মধ্যে আবার ঝরনা, জলাধার; সবুজে ঘেরা পরিবেশ। অদ্ভুত সৌন্দর্যের মধ্যে বসবাস কিছু মানুষের। তারাও প্রকৃতির মতোই সুন্দর। সবার কণ্ঠেই সুর। ছন্দময় তাদের কথা। হঠাৎ সেই লোকালয়ে পাওয়া যায় একটি ছোট মেয়েকে, যার কণ্ঠে সুর নেই। সেই গ্রামে কণ্ঠে সুর না থাকা একটা অভিশাপ।

‘বেসুরা’র দৃশ্য। চরকির সৌজন্যে

ছোট মেয়ের অভিশাপ কাটে, কণ্ঠে সুর আসে। কিন্তু কীভাবে? সেটির পেছনে ছুটতে গিয়ে বের হয়ে আসে ডাইনির কথা। প্রকাশ্যে আসতে থাকে আরও সব কঠিন বাস্তবতা। এমন গল্প নিয়ে নুহাশ হুমায়ূনের সিরিজ ‘২ষ’–এর শেষ পর্ব ‘বেসুরা’ মুক্তি পেয়েছে গত বুধবার রাতে। এতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, ইসলাম উদ্দিন পালাকার, মান্, এরফান মৃধা শিবলু। বিশেষ একটি চরিত্রে দেখা গেছে জয়া আহসানকে।

‘অন্ধকারের গান’
ধরন: ওয়েব ফিল্ম
স্ট্রিমিং: বিঞ্জ
দিনক্ষণ: চলমান
গ্রামে পরিবার রেখে শহরে কাজ করে মুকুল। প্রতি মাসে বাড়িতে টাকা পাঠায়। এর মধ্যে হঠাৎ করে টাকা পাঠানো কমে যায়। অন্যদিকে শহরে আবার সে প্রেমে পড়ে। জীবনের নানা টানাপোড়েনে আবার দ্বিতীয় বিয়ে নিয়ে ভ্রান্ত এক ধারণায় আটকে যায়।

‘অন্ধকারের গান’–এর পোস্টার
নির্মাতার সৌজন্যে

একটি অপরাধ থেকে মুকুল একসময় নানা অপরাধে জড়াতে থাকে। এর মধ্যে পাপের সঙ্গে প্রকৃতির সম্পর্ক তুলে ধরেছেন এই পরিচালক। ভিকি জাহেদের এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, শাহনাজ সুমি।

‘প্রতিধ্বনি’
ধরন: ওয়েব ফিল্ম
স্ট্রিমিং: বঙ্গ
দিনক্ষণ: ১১ জানুয়ারি
অনেক দিন পর এক লেখক দেশে আসে। গল্প লিখতে সে চলে যায় গ্রামের বাড়ি। সেখানে তার সঙ্গে ঘটতে থাকে অতিপ্রাকৃত ঘটনা।

‘প্রতিধ্বনি’–এর পোস্টার। সাফার ফেসবুক থেকে

রহস্য উদ্‌ঘাটন করতে নামে লেখক। এমন গল্প নিয়ে বঙ্গ অরিজিনালটি বানিয়েছেন সিকদার ডায়মন্ড। কিশোর কুমার দাশের গল্প ও চিত্রনাট্য এতে অভিনয় করেছেন সাফা কবির, সুদীপ বিশ্বাস দীপ, অশোক ব্যাপারী, সাদিয়া তাজিন প্রমুখ।

‘নিখোঁজ ২’
ধরন: ওয়েব সিরিজ
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: চলমান
কন্যা দিতি হঠাৎ লাপাত্তা। মেয়ের খোঁজে মরিয়া মা বৃন্দা। এমন গল্প নিয়ে প্রথম কিস্তি মুক্তির পর জনপ্রিয়তা পেয়েছিল ‘নিখোঁজ’। বৃন্দা কি খুঁজে পাবে তার মেয়েকে? এমন গল্প নিয়ে শুক্রবার মুক্তি পেয়েছে সিরিজটির দ্বিতীয় মৌসুম।

আরও পড়ুন

পরিচালক অয়ন চক্রবর্তী জানিয়েছেন, দিতির হারিয়ে নিখোঁজ হওয়ার নেপথ্যে কে বা কারা রয়েছে, তার উত্তর মিলবে এই মৌসুমেই। এতে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, টোটা রায়চৌধুরী প্রমুখ।

‘ব্ল্যাক ওয়ারেন্ট’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
সাত পর্বের সিরিজটির স্রষ্টা বিক্রমাদিত্য মোতওয়ানে ও সত্যাংশু সিং। ক্রাইম, ড্রামা ঘরানার সিরিজটি তৈরি হয়েছে দিল্লিল তিহার জেলের এক কারারক্ষককে নিয়ে। তিহার জেলের জেলার সুনীল গুপ্তর জীবনের ছায়া অবলম্বনে নির্মিত এ সিরিজে অভিনয় করেছেন জাহান কাপুর, রাহুল ভাট, অনুরাগ ঠাকুর।

‘ব্ল্যাক ওয়ারেন্ট’–এর দৃশ্য। নেটফ্লিক্স

‘অন কল’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
দুই পুলিশ কর্মকর্তার গল্প। দায়িত্ব পালনরত অবস্থায় তাঁর হঠাৎই একটি কল পায়, এরপরই এক ঘটনার সঙ্গে জড়িয়ে যায় দুজন। ক্রাইম–ড্রামা ঘরানার সিরিজটির স্রষ্টা টিম ওয়ালশ ও এলিয়ট উলফ। এতে অভিনয় করেছেন ট্রোয়ান বেল্লিসারিও।

‘অন কল’–এর দৃশ্য। আইএমডিবি