কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

‘ছোরি ২’ সিনেমায় নুসরাত ভারুচা। অ্যামাজন প্রাইম ভিডিও

‘ছাবা’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
শিবাজি ছিলেন তুমুল প্রতাপশালী রাজা এবং মোগল সম্রাট আওরঙ্গজেবের সবচেয়ে বড় শত্রু। শিবাজির মৃত্যুর খবর পাওয়ামাত্র মোগল দরবার হয়ে ওঠে আনন্দে উদ্বেল। পথের কাঁটা দূর হয়েছে ভেবে উৎসবে মেতে ওঠে তারা। তখনই হাজির হন ছত্রপতি সম্ভাজি মহারাজ। এমন গল্প নিয়ে লক্ষ্মণ উতেকরের সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দুর্দান্ত ব্যবসা করে।

‘ছাবা’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

ঐতিহাসিক ড্রামা ধরনের সিনেমাটি এবার ওটিটিতে এছেসে। এতে সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল, আওরঙ্গজেব হয়েছেন অক্ষয় খান্না। এ ছাড়া সম্ভাজির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।

‘ছোরি ২’
ধরন: হরর
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
ভারতে এখন হরর সিনেমা রমরমা। অনুমিতভাবেই তাই ২০২১ সালে মুক্তি পাওয়া ছোরির রিমেক নিয়ে হাজির হয়েছেন নির্মাতারা। প্রথম কিস্তির মতো এবারও সাক্ষী চরিত্রটি করেছেন নুসরাত ভারুচা।

‘ছোরি ২’ সিনেমার পোস্টার

বিশাল ফুরিয়া পরিচালিত এ ছবিতে আরও আছেন সোহা আলী খান। কুসংস্কারের সঙ্গে যখন অতিপ্রাকৃত শক্তি মিশে যায়, তখন তা কতটা ভয়ংকর রূপ নেয়, সিনেমায় সেটাই তুলে ধরা হয়েছে।

‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
হঠাৎই অ্যান্ড্রু কুপারের জীবনে নেমে আসে ঘোরতর দুর্দিন। চাকরি যাওয়ার পাশাপাশি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদও চূড়ান্ত হয়। তবে চাকরি না থাকলেও কুপারের দুষ্টু বুদ্ধির অভাব নেই। কিন্তু একবার ভয়াবহ এক বিপদে জড়িয়ে পড়েন তিনি।

‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’–এর দৃশ্য। আইএমডিবি

এমন গল্প নিয়ে জনাথন ট্রোপারের ড্রামা ঘরানার সিরিজটির প্রথম দুই পর্ব মুক্তি পেয়েছে গতকাল। বাকি সাত পর্ব পর্যায়ক্রমে আসবে আগামী ৩০ মে পর্যন্ত। সিরিজটিতে অভিনয় করেছেন জন হ্যাম, অলিভিয়া মুন প্রমুখ।

‘হ্যাকস ৪’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: জিওহটস্টার
দিনক্ষণ: চলমান
আলোচিত কমেডি ড্রামা সিরিজের চতুর্থ মৌসুম মুক্তি পেয়েছে গতকাল। আবারও পর্দায় দেখা যাবে জিন স্মার্ট আর হ্যানা আইনবেন্ডারকে।

‘হ্যাকস ৪’–এর দৃশ্য। আইএমডিবি

ডেবোরা ও অ্যাভা ঠিক করেন, লেটনাইট শো শুরু করবেন। সেটা করতে গিয়ে ঘটতে থাকে নানা কাণ্ড।

‘প্রবীণকুডু শাপ্পু’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: সনি লিভ
দিনক্ষণ: চলমান
এক পানীয়র দোকানে খুন হন এক ব্যক্তি। সেই হত্যাকাণ্ডের তদন্ত শুরুর পর ঘটতে থাকে উদ্ভট সব কাণ্ড। এমন গল্প নিয়ে মালয়ালম এই ব্ল্যাক কমেডি, ক্রাইম থ্রিলার সিনেমাটি গত জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। শ্রীরাজ শ্রীনিবাসন পরিচালিত প্রথম সিনেমায় অভিনয় করেছেন সুবিন শাহির, বাসিল জোসেফ। এটি প্রযোজনা করেছেন আলোচিত মালয়ালম নির্মাতা ও প্রযোজক আনোয়ার রশীদ।

আরও পড়ুন