কী দেখবেন, কোথায় দেখবেন
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
কলিংবেল
ধরন: সিরিজ
স্টিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
সদ্য বিবাহিত দম্পতি অ্যানা ও রিচার্ড একটি ফ্ল্যাট ভাড়া নেন। ফ্ল্যাটের কলবেল প্রতিদিন একই সময়ে বেজে ওঠে।
কিন্তু দরজা খুলে কাউকে দেখা যায় না। কারণ অনুসন্ধান করতে গিয়ে প্রকাশ পায় অপ্রত্যাশিত কিছু সত্য। কী সেই সত্য—তা নিয়েই মো. আবিদ মল্লিক পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ ‘প্রচলিত’-এর চতুর্থ গল্প ‘কলিংবেল’ মুক্তি পেয়েছে গত বৃহস্পতিবার রাতে।
এতে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, বায়োজিদ হক জোয়ার্দার প্রমুখ।
দ্য কিলার
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
প্রখ্যাত নির্মাতা ডেভিড ফিঞ্চারের নতুন সিনেমার ট্রেলার মুক্তির পর থেকেই দেখতে মুখিয়ে আছেন তাঁর ভক্তরা।
অ্যাকশন–থ্রিলার ঘরানার সিনেমাটি তৈরি হয়েছে একই নামের ফরাসি গ্রাফিক উপন্যাস অবলম্বনে। এতে পেশাদার গুপ্তঘাতকের ভূমিকায় অভিনয় করেছেন মাইকেল ফ্যাসবেন্ডার। চলতি বছর ভেনিস উৎসবে প্রিমিয়ারের পর গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের সীমিত সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এবার এসেছে ওটিটিতে।
ফর অল দ্য ম্যানকাইন্ড
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
বহুল প্রশংসিত সায়েন্স ফিকশন ড্রামা সিরিজটির চতুর্থ সিজনের প্রথম পর্ব মুক্তি পেয়েছে গতকাল। পর্যায়ক্রমে ২০২৪ সালের ১২ জানুয়ারি পর্যন্ত মুক্তি পাবে বাকি ৯টি পর্ব। সিরিজটির স্রষ্টা বেন নেদিভি, ম্যাট ওলপার্ট ও রোনাল্ড ডি মুর।
ভিজিলান্তি
ধরন: সিরিজ
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: চলমান
কোরীয় সিরিজটি ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর প্রশংসিত হয়।
এবার মুক্তি পেয়েছে ওটিটিতে। চোই মিন-সেওপ পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন নাম জু-হেউক।