কী আছে এই স্প্যানিশ সিনেমায়

নেটফ্লিক্সের অ-ইংরেজিভাষী সিনেমার টপ চার্টের শীর্ষস্থান সাধারণত কোরীয় বা স্প্যানিশ সিনেমার দখলে থাকে। ১০ মে নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই আলোচনায় ছিল দ্য কুরিয়ার। টানা কয়েক সপ্তাহ ছিল টপ চার্টের শীর্ষে। চলতি সপ্তাহে টপ চার্টের চারে নেমে গেলেও এখনো আলোচনা চলছে সিনেমাটি নিয়ে।
ওটিটি প্ল্যাটফর্মের শীর্ষে বেশির ভাগ সময়ই থাকে থ্রিলার ঘরানার সিনেমা। ‘দ্য কুরিয়ার’ও সেই ঘরানারই। ড্যানিয়েল কালপারসোরো পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন অ্যান পিপার, মারিয়া পেড্রাজা, লুইস টোসার প্রমুখ।
ছবিতে দেখা যায়, নিম্নমধ্যবিত্ত ইভানের (অ্যারন পিপার) সামনে সুযোগ আসে ধনী হওয়ার। কাজটা হলো ইউরোপের বিভিন্ন দেশে মুদ্রা পাচার। এই পুরো চক্রের পেছনে আছে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত দুর্নীতি চক্র। শুরুর পর ইভান দ্রুতই উন্নতি করে। কিন্তু পরে তাকে মুখোমুখি হতে হয় শক্তিশালী প্রতিপক্ষের।

গত জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তির পর চলতি মাসে ছবিটি এসেছে নেটফ্লিক্সে। মুক্তির পর সমালোচকদের কাছে ‘গড়পড়তা’ প্রতিক্রিয়া পেয়েছে ‘দ্য কুরিয়ার’। রটেন টোমাটোজে ছবিটির গড় রেটিং ৩৩ শতাংশ। বেশির ভাগ সমালোচকই গড়ে ছবিটির রেটিং দিয়েছেন ৫.২ থেকে ৫.৫-এর মধ্যে। তবে সমালোচকেরা খুব একটা পছন্দ না করলেও দর্শকেরা ঠিকই পছন্দ করেছেন সিনেমাটি। বেশির ভাগ দর্শকই মনে করেন, পুরো সিনেমায় যে টানটান ব্যাপার রয়েছে, সেটা তাঁদের চোখ আটকে রাখে।

ছবিটির নির্মাতা ড্যানিয়েল কালপারসোরো মূলত অ্যাকশন সিনেমা বানান। প্রায় তিন যুগের দীর্ঘ ক্যারিয়ারে তিনি আসফালতো, দ্য অ্যাবসেন্ট, স্কাই হাই, অল দ্য নেমস অব গড ইত্যাদি সিনেমা বানিয়েছেন।

‘দ্য কুরিয়ার’-এ দুই অভিনয়শিল্পী অ্যারন পিপার ও মারিয়া পেড্রাজাকে পছন্দ করেছেন দর্শকেরা। এই স্প্যানিশ-জার্মান অভিনেতা ও গায়ক পরিচিতি পান নেটফ্লিক্সেরই সিরিজ এলিট দিয়ে। এরপর আরও কয়েকটি সিনেমা, সিরিজ করলেও সেভাবে আলোচনায় ছিলেন না। অন্যদিকে মারিয়াও দর্শকের কাছে পরিচিত। অ্যারনের মতো তিনিও এলিট-এ ছিলেন, এ ছাড়া তাঁকে দেখা গেছে আরেক জনপ্রিয় সিরিজ মানি হাইস্ট-এ।
সূত্র: আইএমডিবি, ভ্যারাইটি