ওটিটিতে চলতি সপ্তাহে কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

‘অ্যানডোর ২’-এর দৃশ্য। অ্যাপল টিভি প্লাস

‘জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিন’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ২৫ এপ্রিল
বহুমূল্য এক হীরা চুরি নিয়ে গল্প। চুরি নিয়ে যত কৌশলী পরিকল্পনাই হোক, শেষ পর্যন্ত হীরা চুরি কি সম্ভব হয়?

‘জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিন’–এর পোস্টার থেকে। নেটফ্লিক্স

কোকি গুলাতি ও রুবি গাড়েওয়াল পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমাটিতে অভিনয় করেছেন সাইফ আলী খান, জয়দীপ আহলাওয়াত, নিকিতা দত্ত। সিনেমাটির প্রযোজকদের অন্যতম ওয়ার নির্মাতা সিদ্ধার্থ আনন্দ।

‘অ্যানডোর ২’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
২০২২ সালে মুক্তির পর সাড়া ফেলে অ্যানডোর: আ স্টার ওয়ারস স্টোরি। ২২ এপ্রিল মুক্তি পেয়েছে সিরিজটির দ্বিতীয় মৌসুমের প্রথম তিন পর্ব।

‘অ্যানডোর ২’–এর দৃশ্য। আইএমডিবি

বাকি ৯ পর্ব ধারাবাহিকভাবে মুক্তি পাবে আগামী ১৩ মে পর্যন্ত। এবারের পর্বগুলো পরিচালনা করেছেন অ্যারিয়েল ক্লেইম্যান, জানাস মেটৎজ ও আলোনসো রুইজপালাসিওস।

‘এল২: এমপুরুান’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিওহটস্টার
দিনক্ষণ: চলমান
পৃথ্বীরাজ সুকুমারনের ‘লুসিফার’ ট্রিলজির দ্বিতীয় কিস্তি। মালয়ালম এই অ্যাকশন থ্রিলার সিনেমার প্রথমটি ২০১৯ সালে দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়। তবে গত ২৭ মার্চ মুক্তির পর দ্বিতীয় কিস্তি ততটা সাড়া ফেলতে পারেনি।

‘এল২: এমপুরুান’ সিনেমার পোস্টার থেকে। আইএমডিবি

সিনেমাটি এবার ওটিটিতে এসেছে। তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন মোহনলাল, পৃথ্বীরাজ, মানজু ওয়ারিয়ার, টোভিনো থমাস।

‘এটোয়াল’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
নিউইয়র্ক ও প্যারিসের দুই ব্যালে নাচের প্রতিষ্ঠানের গল্প। দুই প্রতিষ্ঠানেরই ব্যবসা মন্দা, ঘুরে দাঁড়াতে এক উচ্চাভিলাষী পরিকল্পনা নেয় তারা।

আরও পড়ুন

ঠিক করে, নিজেদের সবচেয়ে প্রতিভাবান শিল্পীদের বিনিময় করবে! এমন গল্প নিয়ে কমেডি-ড্রামা ঘরানার সিরিজ। অভিনয় করেছেন শার্লট গেইনসবুর্গ, লুক করবি। সিরিজের স্রষ্টা ড্যানিয়েল পালাডিনো ও অ্যামি শেরম্যান-পালাডিনো।

‘এটোয়াল’ সিরিজের পোস্টার। আইএমডিবি