‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’...‘আমলনামা’ সিনেমায় কিসের ইঙ্গিত

১২ মার্চ দিবাগত মুক্তি পাবে রায়হান রাফীর ‘আমলনামা’। কোলাজ

১২ মার্চ দিবাগত রাত ১২টা ১ মিনিটে (১৩ মার্চ) মুক্তি পাবে ‘আমলনামা’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চরকি। সত্য ঘটনা অবলম্বনে ছবিটি বানিয়েছেন রায়হান রাফী। ৮ মার্চ প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হচ্ছে ২ মিনিটের ট্রেলারটি নিয়ে। প্রথম ২৪ ঘণ্টায় ১৪ লাখের বেশি ভিউ হয়েছে।
ট্রেলারে ক্যাপশনে প্রথমেই প্রশ্ন তোলা হয়েছেন, ‘সাদাপোশাকের কালো থাবায় যারা হারিয়ে গেছে, তারা কি আর কখনো ফিরবে?’ ভিডিওতে কিছু সংলাপ শোনা যায়, ‘মধ্যরাতে সাদাপোশাকে যাদের নিয়ে যায় ধরে, তাহারা কি সবাই আবার ফিরে আসে ঘরে?’ ট্রেলারটি শুরু হয়েছে কবিতা দিয়ে। যার লাইন এমন, ‘আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেলো প্রভু/ আমি কোনোখানে কোনো মানুষের হৃদয় দেখিনি কভু।’

কামরুজ্জামান কামুর ‘আমাকে এবার পিছমোড়া করো’ কবিতা থেকে নেওয়া হয়েছে লাইন দুটি। শেষে পুরুষ কণ্ঠে শোনা যায়, ‘কাউরে না কাউরে আমার লাগবে, উপর থেকে প্রেশার আছে।’

‘আমলনামা’র পোস্টার

এর আগে ‘আমলনামা’র অফিশিয়াল পোস্টার প্রকাশ পায় ৩ মার্চ। পোস্টারে সিনেমার চরিত্রের ছবি তো আছেই, কিন্তু তার পেছনে ঝাপসা অক্ষরে লেখা ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ শব্দগুলো। ধারণা করাই যায়, ‘আমলনামা’র গল্পও এগিয়েছে সেই পথেই। এসব নিয়েই আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে নানা ঘটনার সঙ্গে মেলাচ্ছেন।

আরও পড়ুন

‘সুড়ঙ্গ’, ‘সুড়ঙ্গ’র পর ‘পরাণ’, ‘পরাণ’-এর পর ‘তুফান’—পরপর রায়হান রাফীর তিনটি সিনেমাই আলোচিত, প্রশংসিত। ক্রমাগত নিজেই নিজেকে ছাড়িয়ে গেছেন এই নির্মাতা। তাঁর সিনেমার জন্য দর্শক অপেক্ষায় থাকেন। তাঁর নির্মাণে যেমন বৈচিত্র্য দেখা যায়, তেমনি নতুন নতুন ভাবনার সংযোজনেরও দেখা মেলে।

‘আমলনামা’র শুটিংয়ে রাফী
ছবি: চরকির সৌজন্যে

এযাবৎ মুক্তি পাওয়া রাফীর বেশির ভাগ সিনেমার গল্পগুলোর সঙ্গে দর্শক কোনো না কোনোভাবে নিজের জীবনের কিংবা চোখে দেখা বা শোনা বা পত্রিকায় পড়া ঘটনাকে মেলাতে পারেন। ‘আমলনামা’ ওয়েব সিনেমাটি সে রকম কিছু হতে যাচ্ছে বলে ধারণা করছেন দর্শক। তাঁর ভাষ্যে, ‘গল্পটা অনেক বছর আগেই ভাবা। যখনই কোনো ঘটনা আমাকে পীড়া দেয়, তখনই আমি সেটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটির চেষ্টা করি। যে ঘটনাটা নিয়ে এবার কাজ করেছি, সেটা এখনই বলতে পারছি না, কিন্তু ঘটনাটা আমাকে অনেক ভাবিয়েছে এবং কাঁদিয়েছে। এটা অনেক ইমোশনাল গল্প। যখন এটা নিয়ে এগোচ্ছিলাম, তখন চোখে পানি চলে আসছিল।’

রাফীর মতে, এ ধরনের কাজ তিনি যখনই করতে গেছেন, যখনই সমাজকে প্রশ্ন করেছেন, সিস্টেমকে প্রশ্ন করতে গেছেন, তখনই কোনো না কোনো সমস্যা এসেছে তাঁর সামনে। কিন্তু সেগুলো কখনোই আটকাতে পারেনি রাফীকে। তিনি বলেন, ‘আমি সিনেমা বানাই এবং সিনেমাই আমার প্রতিবাদের ভাষা। আমরা একটা সত্য ঘটনার অনুপ্রেরণা নিয়েছি ঠিকই, কিন্তু এটা মূলত ফিকশন। আমরা ঘটনার ইনার ফিলিংটা ধরার চেষ্টা করেছি। এমন ঘটনা অনেক হয়েছে, দর্শকেরা সেটা দেখলেই বুঝতে পারবেন।’

ইমরান জামানের চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান
ছবি: চরকির সৌজন্যে
আরও পড়ুন

সত্য ঘটনার ছায়া অবলম্বনে কোনো কনটেন্ট বা সিনেমা নির্মাণ করলে রায়হান রাফী সেভাবেই নির্মাণ করতে চান, যেন অপরাধী দেখলেও আতঙ্কিত হয়, বুঝতে পারে, সে কী করেছে। ‘আমলনামা’তেও রাফী সেই চেষ্টা করেছেন বলে জানান। রাফী বলেন, ‘একটি ঘটনা থেকে অনুপ্রেরণা নিলেও সিনেমাটিতে নানা রকমের ঘটনা রয়েছে। তবে আমি বিশেষভাবে বলতে চাই, এটা একজন বাবারও গল্প।’