৪ বছরে ১০০ কোটির বেশি ঘণ্টা কনটেন্ট দেখা হয়েছে চরকিতে
ঘুরছে চরকি, ঘুরছে দেশের কনটেন্ট ইন্ডাস্ট্রির চাকাও। ২০২১ সালের ১২ জুলাই থেকে নিয়মিত অরিজিনাল কনটেন্ট ও মানসম্মত সিনেমা প্রদর্শনের মাধ্যমে চরকি এখন দর্শক–পছন্দের শীর্ষে। বাংলা কনটেন্ট নিয়ে দেশ–বিদেশে বাংলাভাষী দর্শকদের কাছে চরকি হয়ে উঠেছে আস্থার প্ল্যাটফর্ম।
আজ ১২ জুলাই, চার বছর পূর্ণ করল ওটিটি প্ল্যাটফর্মটি। এ চার বছরে নানা অভিজ্ঞতা সঞ্চার করেছে চরকি। বেশ কিছু অর্জনও রয়েছে তাদের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে চরকির পক্ষ থেকে জানানো হয়, এ চার বছরে চরকিতে কনটেন্ট দেখা হয়েছে ১০০ কোটির বেশি ঘণ্টা। চরকি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন তিন কোটির বেশি রেজিস্টার্ড গ্রাহক। চার বছরে দর্শকদের জন্য চরকি নিয়ে এসেছে এক শর বেশি কনটেন্ট। হিসাব করলে প্রতি মাসে দুটির বেশি কনটেন্ট মুক্তি দিয়েছে চরকি।
চরকির চতুর্থ বছরপূর্তি উপলক্ষে দর্শকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘আপনারা চরকিকে বিশ্বাস করে সঙ্গে ছিলেন বলেই আমরা অনেকটা পথ আসতে পেরেছি, কিছু অর্জনও হয়েছে। আমাদের ভালোবাসার জন্যই চরকি হয়ে উঠছে বাংলা কনটেন্টের রাজধানী। ওটিটিতে বাংলা কনটেন্ট দেখার কথা এলেই অনেকে ভাবেন, সেই কনটেন্ট চরকিতে দেখবেন, সেটি সত্যি আনন্দের।’
দর্শকদের মধ্যে এই চাহিদা চরকি তৈরি করেছে নানা পন্থায়। অরিজিনাল সিরিজ, মুভি, ফ্লিক, ট্র্যাভেল, কুকিং ও কমেডি শো, বিদেশি কনটেন্ট নিয়মিতই মুক্তি দিচ্ছে চরকি। এর সঙ্গে যুক্ত হয়েছে কো–প্রডিউসড সিনেমা।
ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে চরকি দেশের সবচেয়ে বেশিসংখ্যক সিনেমা প্রযোজনার সঙ্গে যুক্ত, যার সবই দর্শকনন্দিত। সেসব কাজে রয়েছে বিশ্বজয়ের প্রয়াস। ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘দাগি’, ‘তাণ্ডব’ সিনেমা তারই প্রমাণ।
শুধু জনপ্রিয় ঘরানার সিনেমাই নয়, বিভিন্ন ধরনের দর্শকের কথা ভেবে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণি বা ফ্যামিল অডিয়েন্স, যাঁরা প্রেক্ষাগৃহে গল্পনির্ভর সিনেমা দেখতে পছন্দ করেন, তাঁদের জন্যও কাজ করেছে চরকি। ‘৩৬-২৪-৩৬’, ‘প্রিয় মালতী’র মতো সিনেমা প্রযোজনায়ও যুক্ত হয়েছে প্ল্যাটফর্মটি। রেদওয়ান রনি জানান, অনেক কাজেই ব্যবসায়িক ঝুঁকি থাকে, তারপরও চরকি কাজগুলো করে শুধু দর্শক ও চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থে। এ বছর পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমা এর একটি বড় উদাহরণ হিসেবে জানান তিনি। বলেন, ‘“তাণ্ডব”–এর মতো জনপ্রিয় ঘরানার সিনেমা যেমন প্রয়োজন, তেমনি পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো সিনেমার সঙ্গেও চরকি থাকতে চেয়েছে বৃহত্তর স্বার্থে। চরকি বিশ্বাস করেছে এ ধরনের সিনেমাও হওয়া দরকার। দর্শকেরাও সিনেমাটি গ্রহণ করেছেন।’
অরিজিনাল সিরিজ ও সিনেমার ক্ষেত্রে চরকি প্রথম থেকেই দেখিয়ে আসছে নতুনত্ব এবং ভিন্ন ভাবনার বহিঃপ্রকাশ। চলতি বছরের সিরিজ ‘অ্যালেন স্বপন সিজন ২’–এ থ্রিলারের নতুন এক জগৎ দেখানো, ‘২ষ’–তে হররকে নতুনভাবে উপস্থাপন করা, অজানা এক ইতিহাস নিয়ে ‘ফেউ’, অন্ধকার অধ্যায়ের গল্প নিয়ে ফিল্ম ‘আমলনামা’ সেই চেষ্টারই বহিঃপ্রকাশ। অরিজিনালগুলো নিয়ে দর্শকেরা এমনটাই জানিয়েছেন তাঁদের প্রতিক্রিয়ায়।
রেদওয়ান রনি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা প্রথম থেকেই গল্প ও নির্মাণকে নতুন ঢঙে দর্শকদের সামনে আনার চেষ্টা করেছি। কনটেন্টগুলো যেন গল্প ও নির্মাণের চেয়ে দর্শকদের কাছে একটি অভিজ্ঞতা হয়ে ওঠে, সেই প্রচেষ্টা থাকে আমাদের। এ ক্ষেত্রে আমি “গুলমোহর”–এর উদাহরণ দিতে পারি। এটা একটি পরিবারের গল্প; কিন্তু এর উপস্থাপনা, গল্প বলার ঢং দেখলে দর্শকেরা বুঝতে পারবেন, আমি কী বলার চেষ্টা করছি।’
দর্শকের বাহবা পাওয়ার পাশাপাশি দেশ–বিদেশের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কারের আসরেও বাহবা পেয়ে আসছে চরকির কনটেন্ট। চলতি বছর শঙ্খ দাশগুপ্ত পরিচালিত চরকির কো–প্রডিউসড সিনেমা ‘প্রিয় মালতী’ কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড সিনেমা বিভাগে পায় অফিশিয়াল সিলেকশন। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতেও প্রদর্শিত হয় ‘প্রিয় মালতী’। সিনেমাটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পায় সেরা ছবির পুরস্কার।
এ ছাড়া নুহাশ হুমায়ূন পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’ এখন পর্যন্ত অফিশিয়ালি সিলেক্টেড হয়েছে ফ্যান্টাসিয়া, রেইনডেন্স ফিল্ম ফেস্টিভ্যাল, নিউসাটেল ইন্টারন্যাশনাল ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যাল, সাউথ বাই সাউথ ওয়েস্ট ফিল্ম ফেস্টিভ্যালগুলোয়।
এভাবে বাংলা সিরিজ ও সিনেমা ৩৫ কোটি বাংলাভাষী দর্শকের কাছে তো বটেই, অন্য ভাষার দর্শকের কাছেও পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে চরকি। এ যাত্রায় পাশে থাকার জন্য সব দর্শক, নির্মাতা, শিল্পী-কলাকুশলী ও শুভানুধ্যায়ীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সিইও রেদওয়ান রনি। চতুর্থ বর্ষপূর্তির প্রতিশ্রুতি হিসেবে তিনি আরও বেশি ফিল্ম-ফান-ফুর্তি হবে বলে জানিয়েছেন। এ–ও জানিয়েছেন, ১২ জুলাই রাত ১২টা ১ মিনিট (১৩ জুলাই) থেকে সবার জন্য আসছে ধামাকা অফার। সেটি জানতে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে চোখ রাখতে হবে। অফারটি নিয়ে সবাই যেন থাকতে পারে ফিল্ম, ফান, ফুর্তিতে।