বন্ধুদের মধ্যেই লুকিয়ে ছিল এক সিরিয়াল কিলার

সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম
ছবি : সংগৃহীত

ঢাকার পাঁচ-ছয়জন বন্ধু ঘুরতে যায় বান্দরবান। কিন্তু আনন্দের সফর দ্রুতই রূপ নেয় দুঃস্বপ্নে। দলের মধ্যেই যে লুকিয়ে ছিল এক সিরিয়াল কিলার কে জানত! এমন গল্প নিয়েই আজ রাতে মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ ‘হাই অন লাইফ’-এর প্রথম সিজন। আরিফ এ আহনাফের পরিচালনায় সিরিজটি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ঝাক্কাসে। অ্যাডভেঞ্চার, ক্রাইম, রোমান্স, থ্রিলারের মিশেলে নির্মিত সিরিজটির চিত্রনাট্য লিখেছেন ফরহাদ হোসেন।

পরিচালক আরিফ এ আহনাফ জানালেন, রেমাক্রি, তিন্দু, দেবতাখুমসহ বান্দরবানের দুর্গম এলাকায় টানা ১১ দিন শুটিং করেছেন সিরিজটির। এ ছাড়া ঢাকায়ও হয়েছে কিছু দৃশ্যের শুটিং। দুর্গম এলাকায় শুটিংয়ে বড় সমস্যা থাকা–খাওয়া। পরিচালক জানালেন, এ জন্য তাঁরা সাহায্য নিয়েছেন স্থানীয় বাসিন্দাদের। থাকা, খাওয়া সবই হয়েছে সেখানে।
সিরিজের প্রধান চরিত্র নোরা। যে চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এ ছাড়া ‘হাই অন লাইফ’-এর বিভিন্ন চরিত্রে আরও আছেন আবু তানভীর হুরাইরা, রাশেদ অপু, আবীর মির্জা, ওয়াহিদা হুসেইন, আসিফ খান, জয়শ্রী কর, মোমেনা চৌধুরী, মাসুম বাশার।

বান্দরবানের দুর্গম এলাকায় টানা ১১ দিন শুটিং হয়েছে সিরিজটির
ছবি : সংগৃহীত

এ সিরিজে কাজের অভিজ্ঞতা জানিয়ে জাকিয়া বারী মম বলেন, ‘এই সিরিজে কাজ করে বুঝতে পেরেছি, বাংলাদেশ আসলে অনেক সুন্দর। বান্দরবানের দারুণ সব লোকেশনে ঘুরে ঘুরে শুটিং করেছি। সেখানকার মানুষ, খাবার—সবকিছু ছিল অসাধারণ। আমার তো ফিরতেই ইচ্ছে হচ্ছিল না। সবাই খুব মজা করে কাজ করেছি।’

বন্ধুত্ব, ভালোবাসা ও প্রতারণার গল্প নিয়ে নির্মিত ‘হাই অন লাইফ’-এর প্রথম সিজনে রয়েছে ছয়টি পর্ব। এর আগে ঝাক্কাসে মুক্তি পেয়েছিল মাসুদ জাকারিয়ার কমেডি-ড্রামা সিরিজ ‘ব্রাদার ইন ল’।