আবারও ববিতা হয়ে আসছেন তিনি
এমএক্স প্লেয়ারের আলোচিত ওয়েব সিরিজ ‘আশ্রম’-এ ববিতা নামের এক খল চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন ভারতের অভিনেত্রী ত্রিধা চৌধুরী। মুক্তির অপেক্ষায় থাকা এই সিরিজের চতুর্থ মৌসুমেও একই চরিত্রে রয়েছেন তিনি।
১ / ৫
২ / ৫
৩ / ৫
৪ / ৫
৫ / ৫