‘হিট-কন্যা’ সোফিয়া

‘দ্য লাইফ লিস্ট’–এ সোফিয়া কারসন। ছবি: নেটফ্লিক্স

গত বছরের শেষে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সোফিয়া কারসনের সিনেমা ‘ক্যারি-অন’ সমালোচকদের কাছে পাত্তা না পেলেও বিশ্বব্যাপী হিট। চলতি বছরের শুরুটাও দারুণ হলো তরুণ এই অভিনেত্রীর। গত ২৮ মার্চ একই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিনেমা ‘দ্য লাইফ লিস্ট’ও হিট। সোফিয়ার সঙ্গে তাই জুড়ে গেছে ‘হিট-কন্যা’ তকমা। সিনেমাটি এখন আছে নেটফ্লিক্সের ইংরেজি সিনেমার টপচার্টের শীর্ষে।

অভিনেত্রী হিসেবে সোফিয়ার পরিচিতি ‘পার্পল হার্টস’ দিয়ে। ২০২২ সালে এই সিনেমাও মুক্তি পায় নেটফ্লিক্সে। ২০২২, ২০২৪ আর ২০২৫—একই প্ল্যাটফর্ম তিন হিট সিনেমার অংশ হয়ে রীতিমতো উড়ছেন ৩২ বছর বয়সী অভিনেত্রী। ‘সাফল্য অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আমি বৈচিত্র্যময় সিনেমার অংশ হতে পেরেছি, এ জন্যই বেশি খুশি। আগের সিনেমা (‘ক্যারি-অন’) ছিল থ্রিলার, এবারেরটি (‘দ্য লাইফ লিস্ট’) রোমান্টিক। অভিনেত্রী হিসেবে নানা মেজাজের সিনেমা করতে চাই,’ ডেডলাইনকে বলেন সোফিয়া।

‘দ্য লাইফ লিস্ট’ পরিচালনা করেছেন অ্যাডাম ব্রুকস। সিনেমাটিতে আরও আছেন কেলি অ্যালেন, কোনি ব্রিটন। সিনেমায় অ্যালেক্স রোজের চরিত্রে অভিনয় করেছেন সোফিয়া।

‘দ্য লাইফ লিস্ট’–এ সোফিয়া কারসন। ছবি: নেটফ্লিক্স

ক্যানসারে মায়ের মৃত্যুর পরও দমে না গিয়ে নিজের স্বপ্নের পেছনে ধাওয়া করেন অ্যালেক্স। এমন চরিত্রে অভিনয়ের সুযোগ তাঁর নিজের জন্যই প্রেরণার বলেন সোফিয়া। তাঁর ভাষ্যে, ‘আমরা সবাই একটা জার্নির মধ্যে থাকি, আদতে নিজের স্বপ্নের পেছনেই ছুটি। কিন্তু জীবনে নানা সংকটময় পরিস্থিতি তৈরি হলেও অ্যালেক্স ঠিকই নিজের পথ খুঁজে নেয়। দেখা যাক তার মতো বাস্তবে এমন কিছু আমিও করতে পারি কি না (হাসি)।’

অভিনেত্রী জানান, সিনেমাটির চিত্রনাট্য পাওয়ার পর তাঁর মা খুব করে চাইছিলেন, তিনি সিনেমাটি করেন। ‘মা আমাকে বলেন, তুমি যখন যা-ই করো না কেন, সব বাদ দিয়ে এই চিত্রনাট্য আগে পড়ো,’ ইউএসএ টুডেকে বলেন সোফিয়া।
অভিনয়ের সঙ্গে গানটাও নিয়মিত করেন সোফিয়া। টেলর সুইফট, এড শিরানরা তাঁর বড় প্রেরণা। ২০২২ সালে সোফিয়া কারসন নামে নিজের প্রথম অ্যালবাম মুক্তি দেন। এ অ্যালবামের ‘লাভ ইজ দ্য নেম’ গানটি বেশ আলোচিত হয়। অ্যালবাম মুক্তির সময় এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া সাক্ষাৎকারে সোফিয়া বলেছিলেন, ‘আমার সবচেয়ে পছন্দের কাজগুলোর একটি গান লেখা। মনে আছে, ১০ বছর বয়সে প্রথম গান লিখি, সে কী উত্তেজনা! বলা যায়, তখনই নিজের প্রথম অ্যালবামের প্রস্তুতি শুরু হয়।’

আরও পড়ুন

নতুন সিনেমা ‘মাই অক্সফোর্ড’ ইয়ার সিনেমার শুটিংয়ে ব্যস্ত এখন সোফিয়া। রোমান্টিক কমেডিধর্মী এ সিনেমাও মুক্তি পাবে নেটফ্লিক্সে।