এবার ওটিটিতে মঞ্চনাটক

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফরিদুর রেজা সাগর। ছবি: আইস্ক্রিনের সৌজন্যে

চ্যানেল আই ও আইস্ক্রিনে এবার প্রচারিত হবে মঞ্চনাটক। এ উপলক্ষে গতকাল শনিবার চ্যানেল আই স্টুডিওতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ‘ওটিটিতে মঞ্চনাটক, চ্যানেল আইতে মঞ্চনাটক দেখুন, নাট্যকর্মীদের সঙ্গে থাকুন, মঞ্চনাটক সত্যি কথা বলে’—এই স্লোগান নিয়ে শুরু হচ্ছে এ প্রকল্পটি।  

সংবাদ সম্মেলনে এই উদ্যোগ নিয়ে বক্তব্য দেন চ্যানেল আইয়ের অতিরিক্ত নির্বাহী পরিচালক আমীরুল ইসলাম ও মঞ্চনাটক প্রকল্পপ্রধান শহীদুল আলম।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, লাকী ইনাম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আইস্ক্রিনের প্রকল্প পরিচালক চিত্রনায়ক রিয়াজ আহমেদ।

সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, ‘নাটক আমাদের গর্ব। এই নাটক পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।’ নাটক বাছাইয়ের ক্ষেত্রে সংখ্যা বাড়ানোর কথা না ভেবে মান বাড়ানোর দিকে লক্ষ রাখার পরামর্শ দেন মামুনুর রশীদ। লাকী ইনাম বলেন, ‘মঞ্চনাটকের আর্কাইভ না থাকায় অনেক নাটক হারিয়ে গেছে। চ্যানেল আইয়ের এই উদ্যোগ অসাধারণ।’

‘বিনোদনের স্মার্ট দুনিয়া’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে আইস্ক্রিন। ইতিমধ্যে আইস্ক্রিনে প্রচারের অপেক্ষায় আছে প্রাচ্যনাট্যর ‘সর্কাস সর্কাস, আরণ্যকের ‘ময়ূর সিংহাসন’, ‘কহে ফেসবুক’, ‘জীবন সংকেতের জ্যোতি সংহিতা’, এথিকের ‘নেতা যে রাতে নিহত হলেন’ নাটকগুলো। প্রতি সপ্তাহে একটি করে নাটক মুক্তি পাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।