ক্লারা এখন তরুণদের প্রিয়পাত্রী

ক্লারা হালে
ইনস্টাগ্রাম থেকে

সমালোচকদের খুব একটা পছন্দ হয়নি কিন্তু দর্শকেরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন—‘থ্রু মাই উইনডো’কে এভাবেই বর্ণনা করা যায়। স্প্যানিশ রোমান্টিক কমেডিটি সমালোচকদের কাছে অনেক দোষেই ‘দুষ্ট’ কিন্তু ছবিটি তো বটেই, এর ২১ বছর বয়সী অভিনেত্রী ক্লারা হালেও তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গত বছর প্রথম কিস্তির পর গত ২৩ জুন নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ছবিটির সিকুয়েল ‘থ্রু মাই উইনডো: অ্যাক্রস দ্য সি’।

মুক্তির পর ছবিটি নেটফ্লিক্সের অ–ইংরেজিভাষী সেরা দশের তালিকার শীর্ষে পৌঁছে গেছে। গত বছর মুক্তি পাওয়া প্রথম ছবিটি এর মধ্যেই নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা অ–ইংরেজিভাষী সিনেমার তালিকার ছয়ে জায়গা করে নিয়েছে। দ্বিতীয়টিও হাঁটছে একই পথে।

আরও পড়ুন

এই সিনেমা সিরিজ দিয়েই অচেনা ক্লারা তরুণদের প্রিয়পাত্রী বনে গেছেন। দুই বছর আগে এই অভিনয়শিল্পীর উত্থান।

ক্লারা হালে
ইনস্টাগ্রাম থেকে

২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় এই সিনেমা, আগের বছর অ্যামাজন প্রাইমে আসে সিরিজ ‘দ্য বোর্ডিং স্কুল: লাস কামব্রেজ’। এটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যেই মুক্তি পেয়েছে তিনটি সিজন।

ইউটিউব চ্যানেল সুইটি হাইকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লারা বলেন, শুরুতে থ্রু মাই উইনডোর জনপ্রিয়তা নিয়ে ততটা অবগত ছিলেন না। পরে দেখেন স্পেন তো বটেই, লাতিন আমেরিকা, যুক্তরাষ্ট্রসহ সারা পৃথিবীতেই ব্যাপক প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। এই সিনেমা সিরিজের দুই সিনেমাই তৈরি হয়েছে আরিয়ানা গোডয়ের উপন্যাস অবলম্বনে। এতে র‍্যাকুয়েল চরিত্রে অভিনয় করেছেন ক্লারা।

সুইটি হাইকে অভিনেত্রী জানান, র‍্যাকুয়েল চরিত্রটির যে জার্নি, সেটা তাঁকে আকৃষ্ট করেছে।

‘থ্রু মাই উইনডো: অ্যাক্রস দ্য সি’র দৃশ্য
আইএমডিবি

রোমান্টিক ছবিটিতে অভিনয় করতে গিয়ে তাঁর সম্পর্কে অনেক কিছু জানাও হয়েছে। তবে অভিনেত্রী উল্লেখ করেন, প্রথম সিনেমার চেয়ে দ্বিতীয়টিতে চরিত্রগুলোর ভ্রমণ আলাদা। প্রথম ছবিটি দেখে যাঁরা ধরেই নিয়েছিলেন, র‍্যাকুয়েল চরিত্রটি এমন হতে যাচ্ছে; দ্বিতীয় পর্ব তাঁদের চমকে দেবে। দুই কিস্তিতেই ক্লারার বিপরীতে অভিনয় করেছেন হুলিও পেনা। দ্বিতীয় কিস্তির মুক্তির রেশ কাটতে না কাটতেই ঘোষণা এসেছে তৃতীয়টির। ‘থ্রু মাই উইনডো: লুকিং অ্যাট ইউ’ মুক্তি পাবে ২০২৪ সালে।