ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’ এবার দেখা যাবে যুক্তরাজ্যের চ্যানেল ৪–এ
যুক্তরাজ্যভিত্তিক জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ৪-এ মুক্তি পাবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চরকি অরিজিনাল সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। চলতি বছরের জুনে শুরু হওয়া নতুন মৌসুমে প্রচারিত হবে ছবিটি। চ্যানেল ৪-এ প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে প্রদর্শিত হয়েছিল তারেক মাসুদের ‘মাটির ময়না’। পরবর্তী সময়ে আরও দুইটি বাংলা সিনেমা দেখানো হয়েছিল, যার সবগুলোই ছিল তারেক মাসুদের।
এদিকে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। আগামী ৫ জুন শুরু হওয়া এই উৎসব চলবে ১৬ জুন পর্যন্ত। এই উৎসবে সিনেমার পরিচালক, অভিনেত্রী ও প্রযোজক উপস্থিত থাকতে পারেন।
পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘নির্মাতা হিসেবে এটা আমার জন্য ঈদের ডাবল আনন্দ হয়ে এসেছে। ঈদে চরকিতে মুক্তি পেয়েছে “মনোগামী”, যেটা নিয়ে “উত্তপ্ত” আলোচনা হচ্ছে। আমার “ব্যাচেলর” মুক্তি পাওয়ার পর এ রকম “তীব্র” প্রতিক্রিয়া দেখেছিলাম। দর্শকদের এই এঙ্গেজমেন্টে আমি খুবই আনন্দিত।
তার সঙ্গে যুক্ত হলো “সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি”র এই খবর। চ্যানেল ৪ যুক্তরাজ্যের প্রথম সারির টেলিভিশন। সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ উৎসব। আমি কৃতজ্ঞ। যাঁরা যাঁরা “মনোগামী”দেখেছেন, “অটোবায়োগ্রাফি”দেখেননি, তাঁদের আমন্ত্রণ জানাই চরকিতে দেখে ফেলার।’
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘“সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি”র জন্য দর্শকদের যে ভালোবাসা পেয়েছি এবং এখনো পাচ্ছি, এটা অভিনয়শিল্পী হিসেবে আমার জন্য খুবই প্রেরণা জোগায়। কিছু কাজ মানুষের মনের ভেতরে গিয়ে স্পর্শ করে। এটা সে রকম কাজ। আমার দর্শকদের কৃতজ্ঞতা জানাই তাঁদের ভালোবাসার জন্য।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকি সব সময় বিশ্বমানের সিনেমা ও সিরিজ নির্মাণ করার চেষ্টা করে। আমরা খুবই আনন্দিত চ্যানেল ৪ আমাদের ছবিটি আন্তর্জাতিক দর্শকদের কাছে প্রদর্শন করার জন্য বেছে নিয়েছে। এটা দেশের নির্মাতা ও শিল্পীদের জন্য গৌরবের; একই সঙ্গে চরকি বিশ্ববাজারে ভালো অবস্থান তৈরি করছে এটা তার প্রমাণ।’
চরকিতে ‘মিনিস্ট্রি অব লাভ’-প্রজেক্টে জনপ্রিয় ১২ নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিজেই নির্মাণ করছেন দুইটি সিনেমা। দুইটি সিনেমা ইতিমধ্যে মুক্তি পেয়েছে চরকিতে।
চলতি মাসে অর্থাৎ এই ঈদেই চরকিতে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর আরেক সিনেমা ‘মনোগামী’, যা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তুমুল আলোচনা।
উল্লেখ্য, ‘অটোবায়োগ্রাফি’ বুসান চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের প্রতিযোগিতা বিভাগ কিম জিসুকে নির্বাচিত হয়েছিল। সেখানেই গত বছর ছবিটির প্রিমিয়ার হয়। এরপর মুম্বাইয়ের জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালে ‘অটোবায়োগ্রাফি’ প্রদর্শিত হয় ‘সাউথ এশিয়ান আইকন’ বিভাগে।