জটিল প্রেমে প্রীতম ও জেফার, আসছে ‘তুমি আমি শুধু’
বছর দেড়েক আগেই প্রীতম হাসান ও জেফার রহমানকে নিয়ে একটি সিনেমা বানাতে চেয়েছিলেন শিহাব শাহীন। কিন্তু অন্য কাজের ব্যস্ততায় তা হয়ে ওঠেনি। গেল ঈদে এই পরিচালকের ‘দাগি’ ছবিটি মুক্তি পায়। দেশে ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে ছবিটি এখনো প্রদর্শিত হচ্ছে। এরই মধ্যে শিহাব শাহীন জানালেন, আগামী ঈদে কিংবা তার ঠিক পরে নতুন ছবি নিয়ে আসছেন তিনি। ‘তুমি আমি শুধু’ শিরোনামের ফিল্মে অভিনয় করবেন প্রীতম হাসান ও জেফার রহমান।
তবে ছবিটি বড় পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি করছেন শিহাব শাহীন। পরিচালক জানালেন, কাল বুধবার ঢাকার মিরপুরে এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হতে যাচ্ছে। টানা কয়েক দিন শুটিংয়ের পর কক্সবাজারে এর কাজ হবে। ২১ মের মধ্যে পুরো শুটিং শেষ করতে চান পরিচালক।
প্রীতম হাসান ও জেফার রহমান দুজনেই গানের মানুষ। তাঁদের দুজনকে নিয়ে আলাদাভাবে দুটি ওয়েব ফিল্ম বানিয়েছেন শিহাব শাহীন। এর মধ্যে কাছের ‘মানুষ দূরে থুইয়া’তে অভিনয় করেছেন প্রীতম ও ‘মাইশেলফ অ্যালেন স্বপন সিজন ২’তে জেফার।
এবার দুজনকে নিয়ে একসঙ্গে ছবি বানানোর পরিকল্পনা প্রসঙ্গে শিহাব শাহীন বললেন, ‘দুজনের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা আছে। প্রীতমের সঙ্গে তো একটা হিট প্রজেক্ট আছে। জেফারের সঙ্গেও কাজের অভিজ্ঞতা হলো। তাই মনে হলো, দুজনকে নিয়ে এই ছবি বানাই। যদিও আমার পরিকল্পনাটা আগের ছিল, তখন দুজনেরই কেউ অভিনয় করেন না। ভেবেছিলাম, আমার পরিচালনায় ওদের অভিষেক হবে। হয়নি। দুজনের সঙ্গে কাজ করতে গিয়ে ওদের অভিনয়ও আমাকে জুটি করে কাজটি করতে প্রভাবিত করেছে।’
গল্প প্রসঙ্গে শিহাব শাহীন বললেন, একটা মেয়ের স্বাধীন ইচ্ছা ঘিরে তৈরি হয় জটিলতা। এই জটিলতা ঘিরেই ছবির গল্প এগোতে থাকে। এটা বর্তমান সময়েরও সঙ্গে অনেক মিল রয়েছে। কথায় কথায় শিহাব শাহীন বলেন, ‘এভাবেও বলা যেতে পারে, এটা একদম প্রেমের গল্পের একটা প্রকল্প। আশা করি দর্শকেরা এই গল্পে নতুনত্ব পাবে।’
প্রীতমকে সর্বশেষ দেখা গেছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে এবং জেফার অভিনয় করেছেন শিহাব শাহীনের ‘অ্যালেন স্বপন সিজন ২’তে।