‘মির্জাপুর থ্রি’–তে থাকছেন না মুন্না ভাইয়া

দিব্যেন্দু শর্মা। আইএমডিবি

২০১৮ সালে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পায় ভারতীয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’। মুক্তির পর দর্শকপ্রিয়তা পায় সিরিজটি। এর পরিপ্রেক্ষিতে দুই বছর পর ২০২০ সালে প্রচারিত হয় ‘মির্জাপুর ২’। এর পর থেকেই দর্শকেরা পরবর্তী কিস্তির অপেক্ষায় আছেন।

দিব্যেন্দু শর্মা। আইএমডিবি

কদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মটি সিরিজটির তৃতীয় কিস্তির ঘোষণা দেয়। দর্শকদের অপেক্ষার মধ্যেই এবার এল দুঃসংবাদ। সিরিজটির তৃতীয় কিস্তিতে থাকছে না ‘মুন্না ভাইয়া’ চরিত্রটি।

সিরিজটির প্রেক্ষাপটে উঠে এসেছে ত্রিপাঠি পরিবারের লড়াই, প্রতিশোধ ও জটিল গতিপ্রকৃতি। এবারের পর্বে আরও বেশি অ্যাকশন আর থ্রিলের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে সিরিজটির জনপ্রিয় চরিত্র মুন্না ভাইয়া দিব্যেন্দুকে আর দেখা যাবে না।
হিউম্যানস অব বোম্বের সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুন্না ভাইয়াখ্যাত অভিনেতা দিব্যেন্দু শর্মা জানিয়েছেন, তিনি ‘মির্জাপুর থ্রি’তে থাকছেন না।

আরও পড়ুন

এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘একটি চরিত্রের খুব গভীরে প্রবেশ করা উচিত নয়। না হলে সেই চরিত্র থেকে বেরিয়ে আসা কঠিন হয়। চরিত্রটি করতে গিয়ে আমার দম বন্ধ হয়ে আসছিল।’

দিব্যেন্দুর মতে, আসলে একটা চরিত্রকে বিদায় জানানোর পরই বোঝা যায় যে চরিত্রটি কতটা অন্ধকার ছিল। ‘মুন্না ভাইয়া’ চরিত্রটির ক্ষেত্রেও সেটাই অনুভব করেছেন দিব্যেন্দু।

দিব্যেন্দু শর্মা। আইএমডিবি

সিরিজটির দ্বিতীয় কিস্তিতে চরিত্রটির মৃত্যু হলেও দর্শকেরা অপেক্ষায় ছিলেন যে মুন্না ভাইয়া চরিত্রে ফিরে আসবেন দিব্যেন্দু শর্মা।

‘মির্জাপুর ২’–এর গল্প যে নাটকীয় জায়গায় গল্প শেষ হয়েছিল, তৃতীয় কিস্তিতে তার পরবর্তী অংশ দেখা যাবে। এর মধ্যে অন্যতম হলো কলিন ভাইয়ার ভাগ্য নির্ধারণ। এ ছাড়া গুড্ডুর প্রতিশোধস্পৃহা তো থাকছেই। এর পাশাপাশি আরও কিছু নতুন চরিত্রের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।

‘মির্জাপুর’ সিরিজটির প্রথম ভাগ মুক্তি পায় ২০১৮ সালে। এবার আসছে সিরিজটির তৃতীয় কিস্তি। তবে কবে এই সিরিজ মুক্তি পাবে, সেটা এখনো জানায়নি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম।