ওটিটিতে এ সপ্তাহে কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত এ আয়োজন।
‘রাজনীতি’ সিরিজের পোস্টার
আইএমডিবি

রাজনীতি
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: চলমান
অনেক ইতিহাসের সাক্ষী রিজপুরের ব্যানার্জি বাড়ি। এই বাড়ির রথীন ব্যানার্জিকে বলা যায় বিশাল সাম্রাজ্যের মুকুটহীন রাজা। তিনি চান, মেয়ে রাশিও তাঁর মতোই এলাকার একচ্ছত্র অধিপতি হোক। কিন্তু তা কি হয়? এক রাজনৈতিক পরিবারের গল্প নিয়ে তৈরি ড্রামা সিরিজটির পরিচালক সৌরভ চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী প্রমুখ।

সির্ফ এক বান্দা কাফি হ্যায়
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জি–ফাইভ
দিনক্ষণ: চলমান

‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ মুক্তি পেয়েছে জিফাইভে
আইএমডিবি

এক ধর্মীয় গুরুর বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। গুরুর প্রভাবের বাইরে গিয়ে নির্যাতিতা কি সুবিচার পাবে? এগিয়ে আসেন এক আইনজীবী। সত্য ঘটনা অবলম্বনে এই ওয়েব ফিল্মের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। ২৩ মে মুক্তি পাওয়া এই কোর্ট রুম ড্রামাটি পরিচালনা করেছেন অপূর্ব সিং কারকি।

এলিস, ডার্লিং
ধরন: সিনেমা
স্ট্রিমিং: লায়নসগেট প্লে
দিনক্ষণ: চলমান

‘এলিস, ডার্লিং’ সিনেমার পোস্টার
আইএমডিবি

প্রেমিকের সঙ্গে ঝামেলা হওয়ার পর দুই বন্ধুকে নিয়ে ঘুরতে বের হয় এলিস। এরপর কী হয়, তা নিয়েই সাইকোলজিক্যাল থ্রিলার। মেরি নিই পরিচালিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনা কেন্ড্রিক।

আরও পড়ুন

ব্লাড অ্যান্ড গোল্ড
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান

‘ব্লাড অ্যান্ড গোল্ড’ সিনেমার পোস্টার
আইএমডিবি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকের ঘটনা। মেয়ের খোঁজে বের হয়েছে এক জার্মান সৈনিক। অন্যদিকে নাৎসি বাহিনীর একটি দল খুঁজছে ইহুদিদের ফেলে যাওয়া সোনা। এমন গল্প নিয়ে জার্মান ছবিটি বানিয়েছেন পিটার থরওয়ার্থ। অভিনয় করেছেন রবার্ট ম্যাসার, জর্ডিস ট্রাইবেল।

সিটাডেল
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
রুশো ভ্রাতৃদ্বয়ের স্পাই থ্রিলার সিরিজটির প্রথম পর্ব মুক্তি পায় গত ২৮ এপ্রিল। আজ মুক্তি পাচ্ছে সিরিজের ষষ্ঠ ও শেষ পর্ব। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও রিচার্ড ম্যাডেন।

‘সিটাডেল’ সিনেমার পোস্টার
আইএমডিবি