আবার চমকে দিলেন মিলি

মিলি ববি ব্রাউন। ছবি: রয়টার্স

অভিনেত্রী মিলি ববি ব্রাউনকে বলা যায় নেটফ্লিক্সের ‘ঘরের মেয়ে’। আলোচিত সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ অভিনয় করে রাতারাতি দুনিয়াজোড়া খ্যাতি পান। এরপর একই প্ল্যাটফর্মের জন্য করেন ‘এনোলা হোমস’। ৮ মার্চ নারী দিবস উপলক্ষে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘ড্যামসেল’। মুক্তির পর থেকে প্ল্যাটফর্মটিতে ইংরেজিভাষী সিনেমার তালিকার শীর্ষে আছে হুয়ান কার্লোস ফ্রেসনাদিল্লো পরিচালিত সিনেমাটি।
‘ড্যামসেল’ ডার্ক ফ্যান্টাসি ঘরানার সিনেমা। ছবির গল্প রাজকুমারী ইলোডিকে নিয়ে। পাশের রাজ্য থেকে তার বিয়ের প্রস্তাব আসে, ইলোডির মা-বাবাও রাজি হয়ে যায়। কারণ, পাত্রপক্ষ ধনাঢ্য। বিয়ের পর বর ইলোডিকে গুহার সামনে ফেলে দেয়। যে গুহায় ড্রাগন ইলোডিকে মারতে চায়, সে কী পারবে নিজেকে বাঁচাতে; এই নিয়ে গল্প।

নারী দিবসে মুক্তি পাওয়া সিনেমাটিতে পরিচালক রূপক অর্থে বিয়ের পর অনেক নারীর দুরবস্থাকে তুলে ধরতে চেয়েছেন। অ্যাকশন ফ্যান্টাসি আর নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে বিশেষ বার্তা—সব মিলিয়ে দর্শকের মন জয় করেছে সিনেমাটি।

‘ড্যামসেল’ ছবির দৃশ্য। ছবি: নেটফ্লিক্স

এতে ইলোডির চরিত্রেই অভিনয় করেছেন মিলি ববি ব্রাউন। এ ছাড়া আছেন রে উইনস্টোন, অ্যাঞ্জেলা বাসেটের মতো অভিনয়শিল্পীরা।

সিনেমাটি মুক্তির আগে নেটফ্লিক্সের সঙ্গে সাক্ষাৎকারে ‘ড্যামসেল’-এর অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন মিলি। সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই নারীকেন্দ্রিক সিনেমাটিতে অভিনয় করার সময় তাঁর মধ্যে অন্য রকম একটা আত্মবিশ্বাস ভর করেছিল। তিনি বলেন, ‘মেয়েটি নিজেকে বাঁচাতে নিজেই লড়াই করছিল—এটাই তার সবচেয়ে বড় প্রেরণা। কোনো রাজকুমার তার জন্য আসবে না, তার কোনো রাজকুমারের প্রয়োজনও নেই।’

মিলির বয়স মাত্র ২০ বছর। তাঁর চাওয়া, ক্যারিয়ার আরও দীর্ঘায়িত করতে নানা ধরনের বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করা; প্রথম সারির নির্মাতাদের সঙ্গে কাজ করা। মিলিকে সামনে দেখা যাবে ‘দ্য ইলেকট্রিক স্টেট’ সিনেমায়।

মিলি ববি ব্রাউন। ছবি: রয়টার্স

চলতি বছরই নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি। সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমাটি বানিয়েছেন আলোচিত নির্মাতাদ্বয় অ্যান্থনি রুশো ও জো রুশো।