কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহের নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।

গত সপ্তাহে মুক্তি পেয়েছে ‘দ্য রেড স্লিভ’–এর নতুন চার পর্ব
ছবি : চরকির সৌজন্য

দ্য রেড স্লিভ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
সত্য ঘটনা অবলম্বনে পরিচালক জাং জি-ইন ও সং ইয়ন-হুয়া নির্মাণ করেন কোরীয় সিরিজ দ্য রেড স্লিভ। ঐতিহাসিক ও রোমান্টিক ঘরানার সিরিজটি গত বছরের নভেম্বরে মুক্তি পেয়েছিল। এতে রাজদাসীদের জীবন ও সে সময়ের প্রেক্ষাপট সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সিরিজটি এখন বাংলায়ও দেখা যাচ্ছে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে সিরিজটির ২৫ থেকে ২৮তম পর্ব। সিরিজটিতে অভিনয় করেছেন লি জুন-হো, লি সি-ইয়ং, কাং হুন প্রমুখ।

‘ইন্দু টু’–এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইশা সাহা

ইন্দু টু
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: ২০ জানুয়ারি
প্রথম কিস্তিতে বিয়ে হয় ইন্দুর; কিন্তু ভাগ্যের ফেরে স্বামীকে হারায় সে। কী হবে দ্বিতীয় কিস্তিতে? আগে দানা বাঁধা রহস্যের সমাধান হবে, নাকি আরও জমাট বাঁধবে? এমন প্রশ্ন নিয়ে প্রথম সিজনের জনপ্রিয়তার পর মুক্তি পেয়েছে দ্বিতীয়টি। অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন ইশা সাহা, চন্দ্রনিভ মুখোপাধ্যায়, মানালি দে, পায়েল দে প্রমুখ।

স্পাই থ্রিলার সিনেমা ‘মিশন মজনু’
ছবি : সংগৃহীত

মিশন মজনু
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ২০ জানুয়ারি
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে নির্মিত স্পাই থ্রিলার সিনেমা। শান্তনু বাগচির সিনেমাটি সরাসরি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। এতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, রাশমিকা মান্দানা, কুমুদ মিশ্র। ছবিটিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্টের চরিত্রে দেখা গেছে সিদ্ধার্থকে।

‘ছত্রীওয়ালি’ সিনেমার পোস্টারে রাকুলপ্রীত সিং
ছবি : সংগৃহীত

ছত্রীওয়ালি
ধরন: সিনেমা
স্ট্রমিং: জিফাইভ
দিনক্ষণ: ২০ জানুয়ারি
সানিয়া বেকার তরুণী। চাকরির খোঁজে এদিক-সেদিক ছুটছিল। তার মনে হয় যৌনতা ভারতীয় সমাজে এখনো বড় এক ট্যাবুর নাম। যৌনশিক্ষার প্রসারে কাজ করতে শুরু করে সে। কিন্তু তার এ প্রচেষ্টা কি সফল হয়? এমন গল্প নিয়ে সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাকুলপ্রীত সিং। তেজাস প্রভা বিজয় দেওস্কের সিনেমাটি সরাসরি মুক্তি পেয়েছে জিফাইভে।

থ্রিলার সিরিজ ‘লেপার্ড স্কিন’–এর প্রথম কিস্তি মুক্তি পেয়েছে গতকাল
ছবি : সংগৃহীত

লেপার্ড স্কিন
ধরন: সিরিজ
স্ট্রিমিং: লায়নসগেট প্লে
দিনক্ষণ: ২০ জানুয়ারি
কুখ্যাত এক অপরাধী দল পালিয়ে এক জনবিরল স্থানে হাজির হয়। সেখানে থাকে রহস্যময় দুই নারী। এরপর নাটকীয় দিকে মোড় নেয় কাহিনি—এমন গল্প নিয়ে থ্রিলার সিরিজটির প্রথম কিস্তি মুক্তি পেয়েছ। সেবাস্তিয়ান গুতিয়ারেজের সিরিজে অভিনয় করেছেন কারলা গুজিনো, আনা দে লা রেগুয়েরা প্রমুখ।

আরও পড়ুন
আরও পড়ুন