মুখে অক্সিজেন মাস্ক, মাথায় ফুলের বেড়ি, আলোচনায় অচেনা মেহজাবীন
আজ সন্ধ্যায় নির্মাতা ভিকি জাহেদের ফেসবুকে পোস্ট করা একটি পোস্টার দেখে চমকে গেছেন ভক্তরা। মুখে অক্সিজেন মাস্ক, মাথায় ফুলের বেড়ি—এ কোন মেহজাবীন। না, দর্শকদের ধাঁধায় রাখেননি নির্মাতা। পোস্টেই জানিয়েছেন, মেহজাবীন চৌধুরীকে নিয়ে তাঁর নতুন ওয়েব সিরিজের পোস্টার এটি।
চলতি বছর মেহজাবীনকে নিয়ে ভিকি জাহেদ ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য বানিয়েছিলেন ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’। এবার তিনি আরেক প্ল্যাটফর্ম আই স্ক্রিনের জন্য বানিয়েছেন নতুন সিরিজ ‘আমি কী তুমি’।
নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্টারটি পোস্ট করে ভিকি লিখেছেন, ‘আমি কী তুমি?
এই প্রশ্নের উত্তর কখনো শুধু হ্যাঁ বা না হতে পারে না! উত্তরটা আপনাদের জানাতে শিগগিরই আসছি আমরা। চোখ রাখুন আই স্ক্রিনের পর্দায়।’ তবে সিরিজে মেহজাবীন ছাড়া আর কে আছেন তা জানা যায়নি।
নিজের নতুন সিরিজ নিয়ে ভিকি একটি সংবাদমাধ্যমকে জানান, ১৭ দিন শুটিং করে ‘আমি কী তুমি’ বানিয়েছেন তিনি। ভিকি জাহেদ বলেন, থ্রিলার, হররের বাইরে এসে রোমান্স ও ড্রামার মিশেলে তৈরি হয়েছে এ সিরিজ।
গত ঈদে চ্যানেল আইতে প্রচার হয়েছে ভিকি বহুল আলোচিত ‘পুনর্জন্ম’ ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তি ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’। সে কাজটিতেও ছিলেন মেহজাবীন চৌধুরী। অনেক দিন ধরেই ছোট পর্দায় নিয়মিত নন মেহজাবীন।
ঈদের আগে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ভালো চিত্রনাট্য পেলেই কেবল তিনি কাজ করবেন। মেহজাবীন এখন আছেন যুক্তরাষ্ট্র ভ্রমণে।