এবার যে দুটি কথা মনে রাখতে বললেন ওসি হারুন

‘মহানগর ২’–এর টিজারে মোশাররফ করিম
ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশের রাজধানী ঢাকার পটভূমিতে তৈরি হইচয়ের ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তি পায় ২০২১ সালে। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত এই সিরিজ নির্মাণ করেছিলেন বাংলাদেশের নির্মাতা আশফাক নিপুণ। মুক্তির পরপরই দুই বাংলায় দর্শক আগ্রহের কেন্দ্রে উঠে আসে ওয়েব সিরিজটি। কলকাতার অনেক তারকাকেও সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিরিজের অভিনেতা ও নির্মাতার প্রশংসা করতে দেখা যায়।

আরও পড়ুন

আগেই জানানো হয়েছিল, আগামী ঈদুল ফিতরে আসবে সিরিজটির দ্বিতীয় কিস্তি। আজ বিকেলে টিজার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ঈদেই আসছে ‘মহানগর ২’, ওসি হারুনরূপে ফিরছেন মোশাররফ করিম।

শনিবার বিকেলে হইচইয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও নির্মাতা আশফাক নিপুণ ১ মিনিট ১০ সেকেন্ডের একটি টিজার প্রকাশের মাধ্যমে এ ঘোষণা দেন। টিজারটি প্রকাশের পরপরই এটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

টিজারে ওসি হারুন চরিত্রে মোশাররফ করিম
ভিডিও থেকে নেওয়া

ভক্তরা টিজারটি শেয়ার করছেন তাঁদের নিজেদের ফেসবুকে, মন্তব্য ঘরে ভক্তরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। অনেকেই টিজারে থাকা মোশাররফ করিমের সংলাপগুলো শেয়ার করছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘অবশেষে এল। ঈদ আসতে আরও এক মাস। এত দিন ওয়েট করতে হবে? পারলে এখনই রিলিজ দিয়ে দিন।’

‘মহানগর ২’-এর টিজারে দেখা যায়, ঢাকা মহানগরের ব্যস্ত রোডে ছুটে চলেছে গাড়ি ও মানুষ। ব্যাকগ্রাউন্ডে অভিনেতা মোশাররফ করিম ঢাকা মহানগর নিয়ে একটি গল্প বলছেন। সেখানে ঢাকা মহানগরের কথা উল্লেখ করে তাঁকে বলতে শোনা যায়, ‘মহানগরের রাস্তায়, ফুটপাতে, অলিতে-গলিতে কতশত গল্প। শাসকের গল্প, শোষিতের গল্প। ক্ষমতায় ওঠার গল্প, ক্ষমতার সঙ্গে পেরে না ওঠার গল্প। মহানগরে প্রতিদিন এমন হাজারো মানুষ পিষে যায় সিস্টেমের চাপে। এই সিস্টেমের কোনায় কোনায় ভূত। ভূতদের সঙ্গে পাল্লা দিতে হলে মাঝে মাঝে নিজেকেও ভূত সাজতে হয়।’

আরও পড়ুন

টিজারের শেষ পর্যায়ে পুলিশের পোশাকে ওসি হারুনরূপে দেখা দিয়ে অভিনেতা মোশাররফ করিম দুটি কথা মনে রাখতে বলেন দর্শকদের। ‘এক, তাঁর নাম যে হারুন সেটা। আর দুই, হারুন এত সহজে হারে না।’

মহানগরের প্রথম পর্বে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা প্রমুখ। তবে নতুন সিজনে মোশাররফ করিম ছাড়া আর কে কে থাকছেন, সে বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।