নাম বদল করে মুক্তি পেয়েছে ‘রইল বাকি ১০’

সিরিজের পোস্টারটফির সৌজন্যে

নাম বদল করে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘রইল বাকি ১০’। এক খুন-রহস্যের গল্পে ১০ পর্বের সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা মাসুদ জাকারিয়া।

টফির এই অরিজিনাল সিরিজের নাম ছিল হারাধনের ১০টি ছেলে। পরে সেটির নাম পরিবর্তন করা হয়েছে। সিরিজের নাম পরিবর্তন নিয়ে নির্মাতা মাসুদ জাকারিয়া প্রথম আলোকে বলেন, ‘আগের নামে দেখে গল্পের অনেকটাই দর্শকেরা বুঝে ফেলার আশঙ্কা ছিল। তাই নাম বদলানো হয়েছে।’

১ জুলাই মুক্তিপ্রাপ্ত এই সিরিজে অভিনয় করেছেন এফ এস নাঈম, অর্চিতা স্পর্শিয়া, জিয়াউল রোশান ও শতাব্দী ওয়াদুদ। সিরিজের গল্প লিখেছেন শাহাজাদা শহিদ।
সিরিজের মূল চরিত্রের অভিনেতা এফ এস নাঈম বলেন, ‘সাবিনের (মাসুদ জাকারিয়া) পরিচালনায় এত গুণী সব অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করা অভিজ্ঞতাটা দারুণ ছিল। আমি আশাবাদী যে খুন-রহস্যে মোড়া টানটান উত্তেজনার গল্পের রইল বাকি ১০ সবাই দারুণভাবে উপভোগ করবেন।’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে টফি জানিয়েছে, যেকোনো মোবাইল নেটওয়ার্ক থেকে মাত্র ২০ টাকায় সিরিজটি উপভোগ করা যাবে।

আরও পড়ুন