এক সিরিজেই তারকা

‘দ্য নাইট এজেন্ট’ –এর একটি দৃশ্য
ছবি : নেটফ্লিক্স

শিশুশিল্পী হিসেবে শুরু। বড় হওয়ার পরও করেছেন বেশ কয়েকটি সিনেমা-সিরিজ। তবে গত ২৩ মার্চ নেটফ্লিক্সে ‘দ্য নাইট এজেন্ট’ মুক্তির পর যা হলো, তাকে স্বপ্ন বললেও বাড়িয়ে বলা হয় না। এই এক সিরিজ দিয়েই রাতারাতি তারকা বনে গেছেন গ্যাব্রিয়েল ব্যাসো। নেটফ্লিক্সের ইংরেজিভাষী সিরিজের বৈশ্বিক টপ চার্টে শীর্ষে উঠে গেছে ‘দ্য নাইট এজেন্ট’-এর প্রথম কিস্তি। প্ল্যাটফর্মটির ওয়েবসাইট অনুযায়ী, শন রায়ানের সিরিজটি দেখা হয়েছে ১৩ কোটি ঘণ্টার বেশি! এর মধ্যেই নেটফ্লিক্সের সবচেয়ে বেশি স্ট্রিমিং হওয়া সিরিজের তালিকার ৯ নম্বরে পৌঁছে গেছে ‘দ্য নাইট এজেন্ট’।

এটি অ্যাকশন থ্রিলার ঘরানার সিরিজ। গল্প খুব নতুন কিছু নয়। গভীর ষড়যন্ত্রের শিকার হন এফবিআই এজেন্ট পিটার সাদারল্যান্ড। ষড়যন্ত্রের জাল ছিঁড়ে কীভাবে তিনি বের হবেন, তা নিয়েই গল্প।

আরও পড়ুন

সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে স্ক্রিনর‍্যান্টকে গ্যাব্রিয়েল ব্যাসো বলেন, ‘স্টান্ট করতে গিয়ে সবচেয়ে মজা পেয়েছি। সব অ্যাকশন ও স্টান্ট আমি নিজেই করেছি।’ তিনি আরও জানান, শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর ইচ্ছা করেই অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন তিনি। চেয়েছিলেন নতুন রূপে হাজির হয়ে চমকে দিতে। নতুন সিরিজটি দিয়ে তিনি যে তা ভালোই পেরেছেন, তা বলাই বাহুল্য।

গ্যাব্রিয়েলের মতো সিরিজটি দিয়ে নজর কেড়েছেন নিউজিল্যান্ডের অভিনেত্রী লুসিয়ান বেকানন। ‘দ্য নাইট এজেন্ট’-এ গ্যাব্রিয়েলের সঙ্গে তাঁর রসায়ন বেশ প্রশংসিত হয়েছে। এ প্রসঙ্গে মজা করে গ্যাব্রিয়েল বলেন, ‘আমরা দুজনই শুটিংয়ের সময় নিজেদের বাড়ি থেকে বেশ দূরে ছিলাম, মানিয়ে নিতে সমস্যা হয়নি। তা ছাড়া চিত্রনাট্যটা এত সুন্দরভাবে লেখা হয়েছিল যে দ্রুতই আপন হয়ে ওঠে।’

এর মধ্যেই ‘দ্য নাইট এজেন্ট’-এর দ্বিতীয় কিস্তির ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। সিরিজটির প্রধান অভিনেতা গ্যাব্রিয়েল জানান, প্রথম সিজনের গল্প সেই সিজনেই শেষ, দ্বিতীয়টিতে পিটারের নতুন কোনো গল্প নিয়ে হাজির হবেন তিনি।