ওটিটিতে মুক্তির পর ‘অন্তর্জাল’-এর ভিউ কত

‘অন্তর্জাল’ সিনেমায় অভিনয় করেছেন এবিএমন সুমন, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামালপরিচালকের সৌজন্যে

গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় দীপঙ্কর দীপনের সিনেমা ‘অন্তর্জাল’। সাইবার ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমা নিয়ে তখন দর্শকের আগ্রহ ছিল। পরে গত ২১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পায় সিনেমাটি। এখানেও ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ দেখা গেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্ল্যাটফর্মটির দাবি, মুক্তির পর দুই সপ্তাহে সিনেমাটি এক কোটি মিনিট ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।

আরও পড়ুন

বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল অভিনীত ‘অন্তর্জাল’ নিয়ে আগে থেকেই দর্শকের আলাদা আগ্রহ ছিল। কারণ, দেশে সাইবার ক্রাইম থ্রিলার ধারার সিনেমা আগে সেভাবে দেখা যায়নি।

গত বছরের ২২ সেপ্টেম্বর দেশের ৩৪টি হলে মুক্তি পেলেও যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি আলোচনায় ছিল। পরবর্তী সময়ে সর্বোচ্চসংখ্যক দর্শকের কাছে সিনেমাটিকে পৌঁছে দিতে টফিতে উন্মুক্ত করা হয় ‘অন্তর্জাল’।

সুনেরাহ বিনতে কামাল। ছবি : অভিনেত্রীর সৌজন্যে

সারা দেশের দর্শকেরা অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের পাশাপাশি অ্যান্ড্রয়েড টিভিতেও যেকোনো নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিনা মূল্যে পুরো সিনেমাটি দেখার সুযোগ পেয়েছেন।

‘অন্তর্জাল’-এর গল্প লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সিনেমায় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে দেখা গেছে ‘নিশাদ’ চরিত্রে, যে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল অভিনয় করেছেন সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।

সাইবারজগতের কারিকুরি নিয়ে নির্মিত অন্তর্জাল মুক্তি পাচ্ছে আজ

এই সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন এ বি এম সুমন, রওনক হাসান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার, মোহাম্মদ বারী, কিটো ভাই প্রমুখ।
ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির পর দর্শকের এমন প্রতিক্রিয়া পেয়ে আনন্দিত পরিচালক।

প্ল্যাটফর্মটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দীপঙ্কর দীপন বলেন, ‘আমরা দর্শকদের বলেছিলাম, তাঁদের এলাকায় সিনেমা হল থাকুক বা না থাকুক সেটা নিয়ে ভাবতে হবে না। আমরা তাঁদের কাছে সিনেমা নিয়ে পৌঁছে যাবে। বাংলাদেশের সিনেমা যে উন্নতি করেছে, সেটা আপনারা উপভোগ করতে পারবেন। অবশেষে টফির মাধ্যমে সারা দেশের সিনেমাপ্রেমী মানুষ যেকোনো নেটওয়ার্ক থেকে একদম বিনা মূল্যে “অন্তর্জাল” দেখছেন। দুই সপ্তাহে প্ল্যাটফর্মটিতে ১৫ লাখের বেশি ভিউ হয়েছে সিনেমাটির।’
বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের উৎসাহে নির্মিত এ সিনেমা প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিও ও স্পেলবাউন্ড লিও বার্নেট।