ওটিটি: কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
‘সাড়ে ষোলো’–তে আফরান নিশো
পরিচালকের সৌজন্যে

সাড়ে ষোলো
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: চলমান
ছয় পর্বের চেম্বার ড্রামা সিরিজটি মুক্তি পেয়েছে গত বুধবার। একটি হোটেলের রহস্যময় কক্ষ নিয়ে সিরিজের গল্প। শহরের আলোচিত এক মামলার রায় ঘোষণার আগের দিন সেই কক্ষেই খুন হন এক নারী। আলোচিত মামলাটির সঙ্গে এই খুনের সম্পর্ক কী? এমন অনেক অজানা প্রশ্নের উত্তর দেখা যাবে এই চেম্বার ড্রামা সিরিজে। তারকাবহুল সিরিজটিতে অভিনয় করেছেন আফরান নিশো, জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষণ, তাবাসসুম বর্ণ। সিরিজটির পরিচালক ইয়াসির আল হক।

এপি ধিলোন: ফাস্ট অব আ কাইন্ড
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
পাঞ্জাবি র‍্যাপার এপি ধিলোনকে নিয়ে চার পর্বের তথ্যচিত্র সিরিজ। এতে গায়ক বলেছেন নিজের চেষ্টায় তাঁর বৈশ্বিক তারকা হয়ে ওঠার গল্প। জয় আহমেদ পরিচালিত সিরিজটিতে ভারতের গুরুদাসপুর থেকে কানাডা পর্যন্ত ধিলোনের যাত্রা ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে।

‘গানস অ্যান্ড গুলাবস’–এর দৃশ্য। ছবি: আইএমডিবি

গানস অ্যান্ড গুলাবস
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘ফরজি’ নির্মাতাদ্বয় রাজ ও ডিকের নতুন সিরিজ। এই ব্ল্যাক কমেডি ক্রাইম থ্রিলার সিরিজটির প্রেক্ষাপট গত শতকের নব্বইয়ের দশক। বহুল প্রতীক্ষিত এই সিরিজে অভিনয় করেছেন দুলকার সালমান, রাজকুমার রাও, গুলশান দেবাইয়া, শ্রেয়া ধনান্তরি।

তালি
ধরন: সিরিজ
স্ট্রিমিং: জিও সিনেমা
দিনক্ষণ: চলমান
ট্রান্সজেন্ডার কর্মী শ্রী গৌরী সাওয়ান্তের জীবন নিয়ে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ। গণেশ থেকে তাঁর গৌরী হয়ে ওঠার বেদনাদায়ক ভ্রমণের সঙ্গে অনেক বঞ্চনা জড়িয়ে আছে।

‘তালি’–এর প্রচারে সুস্মিতা
এএফপি

সেই গল্প নিয়েই সিরিজটি বানিয়েছেন রবি যাদব। সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুস্মিতা সেন।

বিলিয়ন ডলার হেইস্ট
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: অ্যাপল টিভি
দিনক্ষণ: চলমান
হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮ কোটি ১০ লাখ ডলার অর্থ চুরির ঘটনা সারা বিশ্বে আলোড়ন ফেলেছিল। ২০১৬ সালের আলোচিত সেই ঘটনা নিয়ে তথ্যচিত্র বানিয়েছে ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্ট।