‘হীরামন্ডি’তে কত কোটি রুপির গয়না পরেছিলেন রিচা

‘হীরামন্ডি’তে রিচা চাড্ডা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

১ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সঞ্জয়লীলা বানসালির আলোচিত সিরিজ ‘হীরামন্ডি’। এ সিরিজ দিয়েই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক আলোচিত এ নির্মাতার। বানসালির সেট মানেই অন্য রকম এক আভিজাত্যের প্রকাশ।

আরও পড়ুন

ঝাড় লণ্ঠন থেকে দুর্দান্ত সব পোশাক যেমন থাকে তেমনই তাক লাগানো গয়না। এবার সিরিজে নিজের পরা অলংকার নিয়ে মুখ খুললেন রিচা চাড্ডা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

‘হীরামন্ডি’ সিরিজে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে রিচা চাড্ডাকে। ‘লাজো’র চরিত্রে অভিনয় করেছেন তিনি।

‘হীরামন্ডি’তে রিচা চাড্ডা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সেখানেই মুঘল ঘরানার নকশা করা নানা গয়নায় সাজতে দেখা গিয়েছে রিচাকে। সেই সব গয়না ছিল আসল, তাঁর বাজারদর কেমন, জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

পরাধীন ভারতে তিন প্রজন্মের যৌনকর্মীদের জীবনযাপনের কাহিনি নিয়ে তৈরি হয়েছে ‘হীরামন্ডি’। এ সিরিজ়টি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২০০ কোটি রুপি। প্রথম কোনো ভারতীয় সিরিজের নির্মাণে এমন বিপুল অর্থ খরচ হয়েছে।

‘হীরামন্ডি’ পোস্টার থেকে। আইএমডিবি

কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ছয় নারী। মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দরি, রিচা চড্ডা, সানজিদা শেখ ও শারমিন সেহগল। এ ছাড়া রয়েছেন ফারদিন খান ও অধ্যয়ন সুমন। এখনো পর্যন্ত দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সিরিজ়টি নিয়ে।

সিরিজের অংকারের দায়িত্বে ছিলেন দিল্লির এক প্রখ্যাত কোম্পানি। প্রায় ৩০০ কেজি গয়না ব্যবহার করা হয় সিরিজে। সাক্ষাৎকারে রিচা বলেছেন, ‘আমি এ সিরিজ়ে যে গয়নাগুলো পরেছিলাম, সব কটিই আসল গয়না। এগুলোর দাম এক কোটি রুপির বেশি। সব কটি নিয়ে পালিয়ে গেলে নিজে একটা ছবি বানিয়ে নিতে পারব।’