প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে আসতে যাওয়া নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।
‘আই অ্যাম নট আ রোবট’ সিরিজের একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

আই অ্যাম নট আ রোবট
ধরন: সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: ১ সেপ্টেম্বর
গতকাল মুক্তি পেয়েছে সিরিজটির একটি পর্ব। ডা ইয়ুন জং পরিচালিত কোরিয়ার সিরিজটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। চরকিতে বাংলা ভাষায় সিরিজটি দেখছেন দর্শক। সিরিজটিতে অভিনয় করেছেন ইও সিয়ন হো, চ্যা সূ বিন, কাং কি ইয়ং, উম কি-জুনসহ একঝাঁক তরুণ অভিনেতা। সায়েন্স ফিকশনের সঙ্গে রোমান্টিকতার মিশেল এই কনটেন্টের মূল আকর্ষণ।

‘কাটপুতলি’–এর একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

কাটপুতলি
ধরন: সিনেমা
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ২ সেপ্টেম্বর
২০১৮ সালের জনপ্রিয় তামিল ছবি ‘রাতসাসান’-এর হিন্দি রিমেক। রঞ্জিত এম তেওয়ারি পরিচালিত এই ক্রাইম থ্রিলারের প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্র করেছেন তিনি, যাকে এক ক্রমিক খুনির পিছু নিতে হবে। ছবিতে আরও আছেন রাকুল প্রীত সিং, চন্দ্রচূড় সিং প্রমুখ।

‘তীরন্দাজ শবর’–এ শাশ্বত
ছবি : সংগৃহীত

তীরন্দাজ শবর
ধরন: সিনেমা
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: ২৬ আগস্ট
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস ‘তীরন্দাজ’ অবলম্বনে নির্মিত। অরিন্দম শীল পরিচালিত ‘শবর’ সিরিজের নতুন সিনেমা। এ ছবিতেও শবর চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। ছবিতে আরও আছেন শুভজিৎ দত্ত, নাইজেল আকারা, চন্দন সেন।

‘বিক্রান্ত রোনা’র একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

বিক্রান্ত রোনা
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জি–ফাইভ
দিনক্ষণ: ২ সেপ্টেম্বর
প্রেক্ষাগৃহে মুক্তির পর অনুপ ভান্ডারি পরিচালিত কন্নড় ছবিটি সুপারহিট হয়। আজ মুক্তি পাচ্ছে ওটিটিতে। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুপীপ। ছবিতে আছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজও।

‘খুদা হাফেজ—চ্যাপ্টার টু’র একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

খুদা হাফেজ—চ্যাপ্টার টু
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিফাইভ
দিনক্ষণ: ২ সেপ্টেম্বর
২০২০ সালে মুক্তি পাওয়া ‘খুদা হাফেজ’-এর সিকুয়েল। ফারুক কবীর পরিচালিত ছবির প্রধান চরিত্রে আগের মতোই আছেন বিদ্যুৎ জামওয়াল। অ্যাকশন-থ্রিলার ছবিটির অন্যান্য চরিত্রে দেখা যাবে শিবালিকা ওবেরয়, দিবেন্দু ভট্টাচার্যকে।

‘লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার’–এর একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম
দিনক্ষণ: ২ সেপ্টেম্বর
‘লর্ড অব দ্য রিংস’ উপন্যাস অবলম্বনে ফ্যান্টাসি সিরিজ। এটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল টিভি সিরিজ। অ্যামাজন সিরিজটি নির্মাণে এক বিলিয়ন ডলার ব্যয় করেছে বলে খবর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মরফিড ক্লার্ক, নাজানিন বোনিয়াদি, পিটার মুলান প্রমুখ।

আরও পড়ুন

কী দেখবেন, কোথায় দেখবেন