অনেক চমক নিয়ে আসছে ‘কালপুরুষ’

‘কালপুরুষ’–এর পোস্টার। ছবি : চরকির সৌজন্যে

পোস্টারের একেবারে বাঁয়ে নিচের দিকে এক জোড়া রক্তাক্ত পা দেখা যাচ্ছে। যার পা সে জীবিত, নাকি মৃত, প্রথম দেখায় মালুম হয় না। পা থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে এক কিশোরী ও একজন পূর্ণবয়স্ক নারী। দৃশ্যপটে আছেন আরও একজন; লালরঙা জ্যাকেট ও চোখে ভিন্ন ধরনের চশমা পরে তিনি বসে আছেন চেয়ারে। ডানে দাঁড়িয়ে আছেন আরেকজন পুরুষ। তাঁর সামনেও ছড়িয়ে-ছিটিয়ে আছে কিছু রক্তের কণা।

আরও পড়ুন

এ বর্ণনা কোনো অপরাধ–পরবর্তী দৃশ্যের নয়, চরকি অরিজিনাল সিরিজ ‘কালপুরুষ’-এর পোস্টারের। গত বৃহস্পতিবার বিকেলে চরকির অফিশিয়াল ফেসবুক পেজে পোস্টারটি প্রকাশের পর থেকেই প্রশংসা করছেন দর্শকেরা।

নতুন এ সিরিজে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। প্রথম আলো

পোস্টারে দেখা চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, তানজিকা আমিনকে দেখা যাবে শিগগিরই মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটিতে। নতুন এ সিরিজের নির্মাতা সালজার রহমান।

চরকি ও প্রযোজনা ফিল্ম সিন্ডিকেট প্রায় একই সময়েই তাদের যাত্রা শুরু করে। আর চরকির শুরু থেকেই ‘ঊনলৌকিক’ নির্মাণ দিয়ে পাশে ছিল ফিল্ম সিন্ডিকেট। এ ছাড়া অন্য প্ল্যাটফর্মে ‘কারাগার’, ‘কাইজার’, ‘কারাগার’-এর মতো আলোচিত সিরিজ দিয়ে আলোচনায় আসে দেশি এই প্রযোজনা প্রতিষ্ঠান। কিছুদিন আগে বেশ ঘটা করে ঘোষণা দেওয়া হয়, আগামী তিন বছরে ফিল্ম সিন্ডিকেট চরকির জন্য নির্মাণ করবে ১০টি সিরিজ। এর একটি হলো ‘কালপুরুষ’।

তানজিকা আমিন
ছবি : সংগৃহীত

নির্মাতা হিসেবে পরিচালক সালজার রহমান একেবারেই নতুন। এর আগে নির্মাণ করেছেন মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনচিত্র। তবে ওটিটিতে কাজ এই প্রথম। সিরিজের আইডিয়া বা গল্পের ধারণা তিনি কীভাবে পেয়েছেন, এ প্রশ্নের উত্তরে সালজার বলেন, ‘অনেক আগে পুরান ঢাকার একটি ওষুধের দোকান গিয়েছিলাম। সেখান থেকে নানা কারণে এই সিরিজের গল্পটা মাথায় আসে। এরপর কোভিডের সময় সিরিজটা লিখেছিলাম। তারপর নানা ঘটনার পর সিরিজটা লেখা শেষ হয়।’

এর আগে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তরুণ এই নির্মাতাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ফিল্ম সিন্ডিকেটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মোকাররম হোসেন এবং আরেক সদস্য নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী।

এফ এস নাঈম
ছবি : প্রথম আলো

মীর মোকাররম হোসেন জানিয়েছিলেন, নতুন কেউ যদি নিজের আইডিয়া নিয়ে আত্মবিশ্বাসী হন, গল্প পছন্দ হলে সেটার চিত্রনাট্য তৈরি, এমনকি ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিক্রিরও দায়িত্ব নেবে প্রযোজনা সংস্থাটি। এই নির্মাতার ক্ষেত্রে সেটা করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

সিরিজটি নিয়ে শাওকী বলেছিলেন, নির্মাতা আগে স্রেফ কেবল একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন! কিন্তু তাঁর আইডিয়ার মধ্যে ‘বারুদ’ থাকায় ‘কালপুরুষ’কে ফ্র্যাঞ্চাইজি করার পরিকল্পনা করতে দুবার ভাবেননি তাঁরা। যদিও সিরিজটির গল্প, পাত্রপাত্রীর অভিনীত চরিত্র নিয়ে এখনো কিছু খোলাসা করেননি নির্মাতারা।
এ সিরিজ দিয়েই দুই বছরের বিরতির পর কাজে ফিরেছে আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম সিন্ডিকেট। আলোচিত কয়েকটি সিরিজ নির্মাণের পরও বিরতি প্রসঙ্গে শাওকী বলেন, ‘এই সময়ে আমরা নিজেদের দুর্বলতা খুঁজে বের করি, সক্ষমতা বাড়াই। গত দেড় বছর আমরা গল্প খুঁজেছি, পরিকল্পনা সাজিয়েছি। এখন টানা কাজ আসবে।’