সদরঘাটে অপূর্ব, ফারিণের দৌড়...

মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এর টিজার। কোলাজ

আজ মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এর টিজার। ৫৯ সেকেন্ডের টিজারের এক জমজমাট বিনোদনধর্মী সিনেমার আভাস পাওয়া গেছে।

‘হাউ সুইট’–এর দৃশ্য। ভিডিও থেকে

টিজার দেখে গল্প সম্পর্কে আন্দাজ করা যায়নি, সিনেমার চুম্বক অংশ দেখিয়ে চরিত্রগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন নির্মাতা।

শুরুতেই দেখা যায়, সদরঘাটে অপূর্ব। তিনি কি বরিশালের লঞ্চে উঠবেন? না সেটা প্রকাশ করেননি নির্মাতা। এরপরই ফারিণকে দেখা যায় দৌড় দিতে। কেন তিনি দৌড়াচ্ছেন, সেটাও পরিষ্কার বোঝা যায়নি।

‘হাউ সুইট’–এর দৃশ্য। ভিডিও থেকে

তারকাবহুল এ সিনেমায় দেখা যাবে অপূর্ব, তাসনিয়া ফারিণ, পাভেল, সুষমা সরকার, এরফান মৃধা শিবলু, মাহাকে। ঈদে বঙ্গতে মুক্তি পাবে সিনেমাটি।

এর আগে সিনেমাটি সম্পর্কে ফারিণ প্রথম আলোকে বলেছিলেন, ‘আমার মনে হয়, “হাউ সুইট”–এর মাধ্যমে নতুনভাবে অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ করার সুযোগ হবে। আশা করছি, বাণিজ্যিক ঘরানার একটি ওয়েব ফিল্ম আপনারা দেখতে পাবেন।’

ফারিণের সঙ্গে কাজ প্রসঙ্গে অপূর্ব বলেছিলেন, ‘তাসনিয়া ফারিণের সঙ্গেও আমার অনেক কাজ হয়েছে। অভিজ্ঞতা সব সময় খুব ভালো।

‘হাউ সুইট’–এর দৃশ্য। ভিডিও থেকে

ফারিণও এখন খুব জনপ্রিয়, তাঁকে নিয়ে কোথাও গেলে ভিড় সামলাতে হিমশিম খেতে হয়। সব মিলিয়ে বলতে পারি, ব্যতিক্রমী কাজ এটি।’

আরও পড়ুন

এ সিনেমাটির মাধ্যমে ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমির সঙ্গে প্রায় পাঁচ বছর পর কাজ করেছেন অপূর্ব।

‘হাউ সুইট’–এর দৃশ্য। ভিডিও থেকে