মোশাররফ ও চঞ্চলের পর কার অভিনয় ভালো লাগে জানালেন ফারুকী

‘মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীদের পর নাসির উদ্দিন খানই আমার বিবেচনায় আমাদের ফিল্ম ওয়ার্ল্ডে একটা মেজর ইন্ট্রোডাকশন,বললেন ফারুকীকোলাজ

ঈদে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়া নতুন সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ নিয়ে মুগ্ধতা প্রকাশ করলেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। এই ওয়েব ফিল্ম উপভোগের পর নিজের মুগ্ধতার কথা ফেসবুকে শেয়ারও করেছেন। ফারুকী তাঁর লেখায় পরিচালক শিহাব শাহীন ও অভিনয়শিল্পী নাসির উদ্দিন খানের প্রশংসা করেছেন।

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ওয়েব ফিল্মের পরিচালক শিহাব শাহীন। তিনি এর আগে সিন্ডিকেট বানিয়েও প্রশংসিত হন। সাধারণত শিহাব শাহীন যে ধরনের কাজকর্ম করে থাকেন, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ তার একদম বাইরের ধারার বলে জানালেন ফারুকী। তিনি বললেন, ‘নিজের কমফোর্ট জোনের বাইরে যাওয়ার নামই বেঁচে থাকা। শিহাব শাহীন অনেক দিন ধরেই সেটা করার চেষ্টা করছেন। আমার ধারণা, মাইশেলফ অ্যালেন স্বপন—এ এসে তিনি সেটা দারুণভাবে করতে পেরেছেন। অ্যালেন স্বপনের শক্তির জায়গাটাই তাঁর চ্যালেঞ্জেরও জায়গা। অর্থাৎ, টুইন সোয়াপিং শুনতে যেমনই ইন্টারেস্টিং, তেমনিই ডিফিকাল্ট টু মেক আস বিলিভ। সেই চ্যালেঞ্জ মাথায় রেখেও বলব, এই সিরিজ শিহাব ভাইয়ের চলচ্চিত্র নির্মাণের দিগন্ত বিস্তৃত করেছে সুন্দরভাবে।’

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ নিয়ে এ ধরনের কথাবার্তাকে ফারুকী মোটেও রিভিউ বলতে চাইছেন না। তিনি বললেন, ‘আমি শুধু যা কিছু ভালো লাগছে, সেটা নিয়েই বলি।’

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ এর পরিচালক শিহাব শাহীন
ছবি : ফেসবুক

পরিচালক শিহাব শাহীনের পর ফারুকী অন্যদের প্রশংসাও করেছেন। তিনি বললেন, ‘ভালো লাগার তালিকায় এরপরে বলব চিত্রগ্রাহকের কথা, তিনি আমাদের জন্য আত্মবিশ্বাসের সঙ্গে একটা ভিজ্যুয়াল জার্নি তৈরি করেছেন। সন্ধির মিউজিক খুব সুন্দর। মিথিলাকে ভালো লেগেছে।’

‘মাইশেলফ অ্যালেন স্বপন’–এর পোস্টার
ছবি : সংগৃহীত

ফারুকীর কথায় বোঝা গেল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’–এ তাঁর সবচেয়ে বেশি ভালো লেগেছে নাসির উদ্দিন খানকে। এ কথাটা সবার আগে আসার কথা থাকলেও সবার পরে তিনি বলেছেন। তার ব্যাখ্যাটা ফারুকী দিলেন এভাবেই, ‘সবার আগে আসার কথা যাঁর নাম, তাঁর নামটা সবার শেষে নিলাম।

অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ দেখার পর নাসির উদ্দিন খানের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী
ছবি : চরকি

তিনি নাসির উদ্দিন খান। বললাম না গল্পটার শক্তিই সেটার চ্যালেঞ্জের জায়গাও বটে। এই চ্যালেঞ্জকেও লোকে ওভারলুক করে যায় যার কারণে, তিনি নাসির উদ্দিন খান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীদের পর নাসির উদ্দিন খানই আমার বিবেচনায় আমাদের ফিল্ম ওয়ার্ল্ডে একটা মেজর ইন্ট্রোডাকশন, যিনি যেকোনো মুহূর্তে সত্যের মতো বিভ্রম তৈরি করতে পারেন তাঁর সহজ-সাবলীল অভিনয় দিয়ে। অথবা বলতে গেলে, ভানহীনতা দিয়ে।’

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ দেখার পর নাসির উদ্দিন খানের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন ফারুকী। চট্টগ্রামের মানুষ নাসির উদ্দিন খানকে তাঁর আঞ্চলিক ভাষায় সেই প্রস্তাব দিয়ে ফারুকী বললেন, ‘বদ্দা, অনর লগে খাম খঁত্তে গইজ্যুম? অঁনর শিডিউলের কী অবস্থা?’