চুমুকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে সিনেমার গল্প; গল্পের কেন্দ্রীয় চরিত্র জভিয়ার ১৬ বছর বয়সে জীবনে প্রথমবার চুমু খেয়েছিলেন। এরপরই তাঁর জীবনের বাঁকবদল আসে, একের পর এক ঘোরলাগা ঘটনার মুখোমুখি হতে থাকেন তিনি। ভবিষ্যতে কার সঙ্গে তাঁর প্রেম জমবে—তা আগেই জানতে পারতেন তিনি। একবার জানলেন, এক বন্ধুর প্রেমিকার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হবে।

‘লাভ অ্যাট ফার্স্ট কিস’ নির্মাণ করেছেন স্প্যানিশ নির্মাতা আলাউদা রুইজ ডে আজুয়া। এতে জভিয়ার চরিত্রে অভিনয় করেছেন আলভারো সারভান্তেজ; আরও রয়েছেন সিলভিয়া আলনসো, সাসানা আবাইতুয়া।
নেটফ্লিক্সের সেরা ১০ অ-ইংরেজি ভাষার সিনেমার তালিকায় এখন ৪ নম্বর অবস্থানে রয়েছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এর আগে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে (বাফটা) সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অ-ইংরেজিভাষী সিনেমাসহ সাত বিভাগে পুরস্কার পেয়ে রেকর্ড গড়ে যুদ্ধবিরোধী সিনেমাটি। এরিখ মারিয়া রেমার্কের একই নামের উপন্যাস থেকে তৈরি হয়েছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’।

নেটফ্লিক্সের সেরা ১০ অ-ইংরেজি ভাষার সিনেমার তালিকায় আরও রয়েছে—‘টেন ডেজ অব আ গুড ম্যান’, ‘টুনাইট ইউ আর স্লিপিং উইথ মি’, ‘ব্ল্যাক ক্রাব’, ‘মেন অব প্লাস্টিক’, ‘আনলকড’, ‘চারান্ডিরু’, ‘ইবিজা’ ও ‘ইরাত্তা’।