ওটিটিতে এ সপ্তাহে কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।
‘এক্সট্রাঅর্ডিনারি ইউ’–এর প্রথম তিন পর্ব দেখা যাচ্ছে চরকিতে
চারকির সৌজন্যে

এক্সট্রাঅর্ডিনারি ইউ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
হাইস্কুলের শিক্ষার্থী ইউন ড্যান-ওহ। মেয়েটি একদিন আবিষ্কার করে, সে আসলে কমিকসের ফ্যান্টাসি জগতে বাস করে! তাকে নিয়েই কিম সাং-হাইওবের ‘এক্সট্রাঅর্ডিনারি ইউ’। সিরিজটির প্রথম তিন পর্ব বাংলায় ডাব করে গত বৃহস্পতিবার মুক্তি দিয়েছে চরকি।

আরও পড়ুন

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে প্রতি বৃহস্পতিবার সিরিজটির তিনটি করে নতুন পর্ব আসবে। মূল চরিত্রে অভিনয় করেছেন কিম হাই-ইয়ুন।

তু ঝুঠি ম্যায় মক্কার
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
গত ৮ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির পর রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমাটি ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করে।

‘তু ঝুঠি ম্যায় মক্কার’–এর পোস্টার শ্রদ্ধা কাপুর ও রণবীর কাপুর
আইএমডিবি

লাভ রঞ্জনের ছবিটি এবার ওটিটিতে মুক্তি পেয়েছে। প্রিতমের সুরে সিনেমাটির গানগুলোও ব্যাপক জনপ্রিয়তা পায়। এ সময়ের প্রেম, সম্পর্কের সমস্যা নিয়েই ছবিটির গল্প।

স্টার ওয়ারস: ইয়ং জেডাই অ্যাডভেঞ্চার
ধরন: অ্যানিমেশন সিরিজ
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: চলমান
সাত পর্বের অ্যানিমেশন সিরিজের গল্প জামাল অ্যাভেরিকে নিয়ে, জেডাই নাইট হওয়ার স্বপ্ন বুকে নিয়ে যে এগিয়ে যায়।

‘স্টার ওয়ারস: ইয়ং জেডাই অ্যাডভেঞ্চার’–এর পোস্টার
আইএমডিবি

জর্জ লুকাসের স্টার ওয়ারস অবলম্বনে শিশুতোষ সিরিজটি বানিয়েছেন ইলিয়ট বৌর।

‘টমি লিটল: প্রিটি ফ্লাই ফর আ ডিকহেড’–এর পোস্টার
আইএমডিবি

টমি লিটল: প্রিটি ফ্লাই ফর আ ডিকহেড
ধরন: কমেডি শো
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
অস্ট্রেলিয়ার জনপ্রিয় কমেডিয়ান, অভিনেতা ও টিভি ব্যক্তিত্ব টমি লিটল। অ্যামাজন প্রাইমের এই বিশেষ শোয়ে টমি তাঁর পারফরম্যান্স দিয়ে মাতিয়ে রাখবেন দর্শকদের।

সাইলো
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
শুরুতে নাম উল থাকলেও পরে সেটি বদলে করা হয় সাইলো। এই সায়েন্স ফিকশন সিরিজটির ক্রিয়েটর গ্রাহাম ইয়স্ট।

‘সাইলো’র পোস্টার
আইএমডিবি

মর্টিন টিলডাম পরিচালিত সিরিজটি তৈরি হয়েছে হিউ হাওয়ির লেখা উপন্যাস অবলম্বনে। সিরিজটির প্রধান চরিত্রে দেখা গেছে রেবেকা ফার্গুসনকে।