নানা রঙের ইন্টার্ন জীবন

‘ইন্টার্নশিপ’-এর একটি দৃশ্য
ছবি : চরকির সৌজন্যে

পড়ালেখার শেষে আসে ইন্টার্নশিপ অধ্যায়। চোখে স্বপ্ন, আনন্দ, উত্তেজনা আর আশা নিয়ে শিক্ষার্থীরা শুরু করে নতুন জীবন। সেই জীবনের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘ইন্টার্নশিপ’। অলটাইম নিবেদিত সিরিজটি আজ রাত আটটায় চরকিতে মুক্তি পাবে।
রেজাউর রহমানের এই সিরিজে অভিনয় করেছেন বর্তমান সময়ের একঝাঁক তরুণ।

তবে অভিনয়শিল্পীদের নিয়ে বলার আগে বলা যাক সিরিজের নাম নিয়ে। ইংরেজিতে Internship লেখার কথা থাকলেও সিরিজটির নাম লেখা হচ্ছে Internsheep! এভাবে লেখার হেতু বললেন পরিচালক, ‘লেখার সময় প্রাথমিকভাবে সিরিজটির নাম দেওয়া হয়েছিল ইন্টার্ন। তবে এটা জানতাম শেষ পর্যন্ত নামটি থাকবে না। কী দেব, সেটাও বুঝে উঠতে পারছিলাম না। গল্প লেখা, প্রি-প্রডাকশন, শুটিং—সবকিছুই যখন প্রায় শেষ, তখনো নামটা নিয়ে আমরা দ্বিধায় ছিলাম। অনেক চিন্তা করে বুঝলাম নামটা আসলে মূল গল্পের মধ্যেই লুকিয়ে ছিল।’

‘ইন্টার্নশিপ’-এর একটি দৃশ্য
ছবি : চরকির সৌজন্যে

বিষয়টি আরও বিষদ করলেন পরিচালক, ‘Sheep বা ভেড়া দল বেঁধে থাকে। লাঠি দিয়ে কেউ পথ দেখালে সে অনুযায়ী চলে। তখনই মনে হলো, ইন্টার্নদের জীবনটাও কিছুটা এ রকমই। ইন্টার্নদের নো চয়েস, নো ভয়েস। বস যা বলেন, তা–ই করে। আমাদের গল্পের ইন্টার্নগুলোও এ রকম। এভাবেই ইন্টার্ন থেকে টাইটেল হয়ে গেল ইন্টার্নশিপ/Internsheep।’

‘ইন্টার্নশিপ’-এর একটি দৃশ্য
ছবি : চরকির সৌজন্যে

‘ইন্টার্নশিপ’-এ অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, মীর রাব্বী, শম্পা রেজা, তাসলিমা হোসেন নদী, প্রিয়ন্তী উর্বী, সারা আলম, সাদিয়া আয়মান, মাখনুন সুলতানা মাহিমা, সাইফ ইমাম, মোরশেদ মিশু, অর্পণ চাকমা, আমিন হান্নান চৌধুরী, নাফিস আহমেদ, মুকুল সিরাজ, টনি মাইকেল, রোথশি সিদ্দিকা, কাজী তানভীর রশিদ, সোহাগ, আরেফিন জিলানি প্রমুখ। এ ছাড়া সিরিজটিতে রয়েছে বেশ কিছু চমক। একঝাঁক ইনফ্লুইয়েন্সারকেও সিরিজটিতে দেখা যাবে।

‘ইন্টার্নশিপ’-এর একটি দৃশ্য
ছবি : চরকির সৌজন্যে

সিরিজের কেন্দ্রে আছে সদ্য স্নাতক শেষ করা তরুণ শুভ্র। একটা এজেন্সিতে সে ইন্টার্ন হিসেবে জয়েন করে। ভেবেছিল চাকরিতে ঢুকলেই জীবনের সব প্যাড়া শেষ। কিন্তু ইন্টার্নশিপের প্রথম কয়েক দিনের মাথায় শুভ্র বুঝতে পারে ব্যাপারটা এত সহজ হবে না। প্রতিদিন যোগ হয় নতুন নতুন চাপ, নতুন নতুন অ্যাডভেঞ্চার। ব্যক্তিগত ও পেশাগত জীবনের চাপে পড়ে চিড়েচ্যাপটা হওয়া থেকে কীভাবে বাঁচবে শুভ্র?

‘ইন্টার্নশিপ’-এর একটি দৃশ্য
ছবি : চরকির সৌজন্যে

সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি। নতুন বছরের প্রথম কাজ ও শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে সৌম্য বলেন, ‘পুরো চিত্রনাট্যটাই খুব ইন্টারেস্টিং। বর্তমান বাস্তবতার সঙ্গে বেশ মিল রয়েছে। সবাই প্রায় সমবয়সী হওয়ায় শুটিংটা বেশ উপভোগ করেছি। এ ধরনের সিচুয়েশনাল কমেডি এখন বেশ চলছে। সিরিজটিতে আসলে চাকরির প্রথম দিন থেকে মাসের শেষ পর্যন্ত বিভিন্ন ছোট ছোট বিষয় তুলে ধরা হয়েছে। প্রচারের সময় যত এগিয়ে আসছে, তত বেশি এক্সসাইটেড লাগছে।’

আরও পড়ুন

হালের বেশ কয়েকটা কাজের কল্যাণে আলোচিত তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মানও আছেন ‘ইন্টার্নশিপ’-এ। এই সিরিজে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘গল্পের চরিত্রের সঙ্গে আমার বাস্তব জীবনের মিল আছে। ফলে কাজটা করতে খুব বেশি কষ্ট হয়নি। সহশিল্পী সৌম্যের সঙ্গে আগেও একটা কাজ করেছিলাম, আমাদের সম্পর্ক বেশ ভালো। এটা দেখে অনেকে ইন্টার্নশিপের ব্যাপারে আগ্রহী হবেন। অফিসের অনেক বাস্তবতা বুঝতে পারবে।’ হাসতে হাসতে সাদিয়া আরও বললেন, ‘ত্রিভুজ প্রেমসহ নানা ঝামেলা দেখে আবার ইন্টার্নশিপের আগ্রহও হারাতে পারে। মোটের ওপর দর্শক সিরিজটি উপভোগ করবেন।’

‘ইন্টার্নশিপ’-এর পোস্টার
ছবি : চরকির সৌজন্যে

‘ইন্টার্নশিপ’ মূলত তরুণদের গল্প হলেও সিরিজটিতে আছেন জ্যেষ্ঠ অভিনয়শিল্পী শম্পা রেজা। জানালেন, সিরিজটিতে তরুণদের সঙ্গে কাজ করতে গিয়ে তাঁরও নিজেকে তরুণ মনে হয়েছে। তিনি আরও বলেন, ‘পরিচালক যখন আমাকে কাজের থট লাইন বলে, তখনই দারুণ লেগেছিল। সিরিজটিতে তরুণদের স্পৃহা খুবই দারুণ ছিল। মজা ও সৃজনশীলতার মিশেলে দারুণ এক সিরিজ।’

একনজরে ‘ইন্টার্নশিপ’
চিত্রনাট্য: কারিনা কাইসার
পরিচালক: রেজাউর রহমান
অভিনয়শিল্পী: সৌম্য জ্যোতি, মীর রাব্বী, শম্পা রেজা, তাসলিমা হোসেন নদী, প্রিয়ন্তী উর্বী, সারা আলম, সাদিয়া আয়মান প্রমুখ
দৈর্ঘ্য: ৬ পর্ব, ১৪০ মিনিট
সংগীত: রায়হান ইসলাম শুভ্র
সম্পাদনা: নিশান মাহমুদ
সিনেমাটোগ্রাফি: রফিকুল ইসলাম
শব্দবিন্যাস: রিপন নাথ

আরও পড়ুন