তাহসানের সঞ্চালনায় ফ্যামিলি ফিউড-এর বাংলাদেশি সংস্করণ বঙ্গতে

‘ফ্যামিলি ফিউড’ সঞ্চালনা করবেন তাহসান। আয়োজকদের সৌজন্যে

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে শিগগির আসছে জনপ্রিয় মার্কিন টিভি শো ‘ফ্যামিলি ফিউড’-এর বাংলাদেশি সংস্করণ! বিশ্বের ৫০টির দেশে সাড়াজাগানো প্রতিযোগিতামূলক পারিবারিক অনুষ্ঠানটি এই প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে।

আরও পড়ুন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে দুটি পরিবারের সদস্যরা অংশ নেন এবং ১০০ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করেন। প্রতিযোগীদের মূল লক্ষ্য থাকে জরিপে পাওয়া সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো খুঁজে বের করা এবং এর ভিত্তিতে তাঁদের পয়েন্ট বণ্টন করা হয়। প্রথম যে পরিবারটি ৩০০ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়, ওই পরিবারের সদস্যরা বোনাস রাউন্ড ‘ফাস্ট মানি’তে অংশ নেওয়ার বিশেষ সুযোগ পান। দেশে ফ্যামিলি ফিউড–এর আয়োজনকে আরও জমজমাট করে তুলতে এর সঞ্চালকের আসনে থাকছেন তারকা মিউজিশিয়ান ও অভিনেতা তাহসান রহমান খান।

নতুন এই অনুষ্ঠান প্রসঙ্গে তাহসান বলেন, ‘আশা করছি, আমরা একটি সফল আয়োজন উপহার দিতে পারব, যেখানে দর্শকেরা অংশ নিতে পারবেন এবং পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবেন।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূল আয়োজনের খ্যাতনামা সঞ্চালক স্টিভ হার্ভির হাস্যরসাত্মক পরিবেশনা ফ্যামিলি ফিউডকে বিশ্বের দর্শকদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। বিজয়ীর মুকুট অর্জনের জন্য পরিবারের সদস্যদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মজার পাশাপাশি অনুষ্ঠানটি পারিবারিক সম্পর্কের উষ্ণতা ও ভালোবাসা উদ্‌যাপনেরও উপলক্ষ তৈরি করে। বাংলাদেশেও অনুষ্ঠানটি একই রকম বিনোদন উপহার দিতে যাচ্ছে, সেই সঙ্গে দেশি সংস্করণে আরও থাকছে আলাদা কিছু চমক।

আগ্রহীরা শিগগিরই বঙ্গের অফিশিয়াল ওয়েবসাইটের www.bongobd.com মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণের আবেদন জানাতে পারবেন।
ফ্যামিলি ফিউড আয়োজন প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে বঙ্গের চিফ অপারেটিং অফিসার ফায়াজ তাহের বলেন, ‘আমরা এমন একটি আয়োজন নিয়ে আসছি, যেখানে পরিবারের সদস্যরা মিলে উপভোগ করতে পারবেন। এটি নিঃসন্দেহে আমাদের জন্য বিশেষ আনন্দের উপলক্ষ। বাংলাদেশে এখনো অনেক যৌথ পরিবার রয়েছে। আমরা তাদের স্মরণীয় অভিজ্ঞতা তৈরির সুযোগ দিতে চাই।’