কী আছে এই তুর্কি সিনেমায়

‘আর্ট অব লাভ’–এর দৃশ্য। ছবি: নেটফ্লিক্স

দুনিয়াজুড়ে তুর্কি সিনেমা-সিরিজের বড় উত্থান ঘটেছে, ওটিটি প্ল্যাফর্ম যার বড় কারণ। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি তুর্কি কনটেন্ট জনপ্রিয়তা পেয়েছে। এর সর্বশেষ সংযোজন ‘আর্ট অব লাভ’। ১৪ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ড্রামা ঘরানার সিনেমাটি। নেটফ্লিক্সের অ-ইংরেজিভাষী সিনেমার তালিকায় ‘আর্ট অব লাভ’ রয়েছে ২ নম্বরে।

এমনিতেই ‘আর্ট অব লাভ’কে সিনেমা হিসেবে খুব বেশি নম্বর দেননি সমালোচকেরা; বেশির ভাগই বলেছেন ‘গড়পড়তা’।

আরও পড়ুন

তবে রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমাটির মধ্যে রয়েছে কিছু রোমাঞ্চের উপাদান, যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তরুণ দর্শকদের আকর্ষণ করেছে বলে মনে করেন অনেক সমালোচক।

‘আর্ট অব লাভ’–এর দৃশ্য। ছবি: নেটফ্লিক্স

দ্রুত সিনেমাটির জনপ্রিয়তার বড় কারণ ভাষা। নেটফ্লিক্সে এটি মুক্তি পেয়েছে ইংরেজি অডিওসহ।

ছবির গল্প অ্যালিন ও ওজানকে নিয়ে, ইন্টারপোলের আর্ট ক্রাইম ইউনিটে কাজ করে দুজন। ইস্তাম্বুলের এক জাদুঘর থেকে চুরি যাওয়া শিল্পকর্মের তদন্ত শুরু করে দুজন। কিন্তু দ্রুতই তারা জানতে পারে, চুরি যাওয়া শিল্পকর্মগুলোর আসলে সেভাবে মূল্য নেই। তবে সেগুলো কেন চুরি যাচ্ছে? একসময় চোরের হদিসও মেলে। কিন্তু তাকে দেখে চমকে যায় অ্যালিন!

রেকাই কারাগোজ পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন এসরা বিলগিস ও উসহান কাকির।

‘আর্ট অব লাভ’–এর দৃশ্য। ছবি: নেটফ্লিক্স

সিনেমাটিতে অ্যালিন চরিত্রে অভিনয় করে এখন আলোচনায় ৩১ বছর বয়সী তুর্কি অভিনেত্রী ইসরা বিলগিস। তাঁর সম্পর্কে দ্য ইস্টার্ন ইকো লিখেছে, পুরো সিনেমাটিই দাঁড়িয়ে আছে এ ইসরার অভিনয়ের ওপর। চিত্রনাট্য ততটা জুতসই না হলেও প্রধান অভিনেত্রীর পারফরম্যান্সের কারণেই ছবিটি এগিয়ে যায়; বিশেষ করে আবেগের দৃশ্যগুলোতে তাঁর অভিনয় ছিল দুর্দান্ত। এর আগে আলোচিত টিভি সিরিজ ‘দিরিলিশ: আরতুগ্রুল’-এ ‘হালিমা হাতুন’ চরিত্রে অভিনয় করে নজর কড়েছিলেন তিনি।