প্রকাশ্যে অঞ্জনের ‘চালচিত্র এখন’ চলচ্চিত্রের ট্রেলার

‘চালচিত্র এখন’ সিনেমার দৃশ্যছবি: ফেসবুক থেকে

১০ মে একযোগে প্রেক্ষাগৃহ এবং ওটিটিতে মুক্তি পাচ্ছে অঞ্জন দত্তের সিনেমা ‘চালচিত্র এখন’। সেই ধারাবাহিকতায় আজ অবমুক্ত করা হলো ট্রেলার। গুরু-শিষ্য অর্থাৎ মৃণাল-অঞ্জনের বন্ধুত্বের গল্প নিয়েই অঞ্জন বুনেছেন এই ছবির কাহিনি।
১৪ মে মৃণাল সেনের জন্মদিন। এক শ বছর আগে ১৯২৩-এর এই তারিখে চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং লেখক মৃণাল সেন বাংলাদেশের ফরিদপুরের একটি গ্রামে জন্ম নেন। স্কুলের গণ্ডি শেষ করে পাড়ি জমান কলকাতায়। স্কটিশ চার্চ কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় পড়াশোনার পাট চুকিয়ে তিনি কর্মজীবনে প্রবেশ করেন। ১৯৫৫ সালে ‘রাত-ভোর’ চলচ্চিত্রের মধ্য দিয়ে চলচিত্র পরিচালক হিসেবে মৃণাল সেনের যাত্রা শুরু। ১৯৮১ সালে ‘চালচিত্র’ সিনেমায় একজন সংবেদনশীল, টগবগে তরুণ দিপুর চরিত্রের জন্য মৃণাল নির্বাচন করেন অঞ্জন দত্তকে। তখন অঞ্জন দত্তের বয়স ২৬, আর মৃণালের ৫৫। কিন্তু অসমবয়সী হলেও তাঁদের মধ্যে নিবিড় বন্ধুত্ব জমে ওঠে। সিনেমা বানানোর পুরো সময় চলতে থাকে দুই বন্ধুর নানা কথাবার্তা, আড্ডা, বাগ্‌বিতণ্ডা, তর্ক-বিতর্ক। অঞ্জনের স্মৃতি থেকে সেই সব ঘটনাকে তুলে এনেই বানানো হয়েছে সিনেমার নানা দৃশ্য।

অঞ্জন দত্ত। ফেসবুক থেকে নেওয়া

অঞ্জন দত্তের ‘চালচিত্র এখন’ ১৯৮০-এর দশকে গড়ে ওঠা সেই বন্ধুত্বের গল্পই বলবে। ছবিতে আরও উঠে আসবে মৃণাল সেনের জীবনদর্শন থেকে শুরু করে সিনেমার প্রতি তাঁর যে অগাধ ভালোবাসা আর টান ছিল সেই কথাই। মৃণাল সেনের জীবনের নানা জানা-অজানা কথাকে এই ছবিতে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন অঞ্জন। বলা যায় ‘চালচিত্র এখন’ এক গুরুর প্রতি শিষ্যের শ্রদ্ধা নিবেদন।মৃণাল সেন-এর জন্মশতবার্ষিকীতে গুরু মৃণাল সেনকে স্মরণ করবেন অঞ্জন।

আরও পড়ুন
অঞ্জন দত্ত
ছবি: ফেসবুক থেকে

অঞ্জনের অভিনয় জগতে আসা মূলত মৃণাল সেনের হাত ধরেই ১৯৮১ সালে ‘চালচিত্র’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। পরে ১৯৯৮ সালে অঞ্জন নিজেই পরিচালক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন।

১০ মে আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা এলেও আগে এই ছবিটি একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। নন্দনে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক বিভাগে প্রথম দেখানো হয় ছবিটি। কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি অ্যাওয়ার্ড অর্জন করে তখন। দ্বিতীয় প্রদর্শনী হয় ঢাকায় দ্বাবিংশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানে এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান অঞ্জন।
ছবির শুটিং হয়েছে মৃণাল যে বাড়িতে বসবাস করতেন, সে বাড়িটাতেই। আর মৃণালের ‘চালচিত্র’ সিনেমার কিছু দৃশ্য অঞ্জন পুনর্নির্মাণ করেছেন বেলেঘাটার আরেকটি বাড়িতে।  

মৃণাল সেন (১৪ মে ১৯২৩—৩০ ডিসেম্বর ২০১৮)
ছবি: ফেসবুক থেকে

সিনেমায় মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে থাকবেন বিদীপ্তা চক্রবর্তী। মৃণাল সেনের চরিত্রে থাকছেন অঞ্জন নিজেই আর অঞ্জন দত্তের চরিত্রে থাকবেন শাওন চক্রবর্তী। অঞ্জন-পুত্র নীল দত্ত থাকছেন সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে। আর প্রযোজনা করেছেন যৌথভাবে অঞ্জন দত্ত এবং নীল দত্ত।
১০ মে থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই এবং নন্দন ও রাধা সিনেমা হলে দর্শকেরা দেখতে পাবেন ‘চালচিত্র এখন’।