তিন নারীর এক বিন্দুতে মেলার গল্প

‘ক্রিমিনালস’-এর পোস্টার। ছবি: দীপ্ত প্লের সৌজন্যে

সমাজের তিন শ্রেণির তিন নারী, আপাতদৃষ্টে তাদের মিল নেই। তবে ঘটনাক্রমে একটা পর্যায়ে এসে তাদের জীবনের গল্প এক বিন্দুতে এসে মিলে যায়। এমন কাহিনি নিয়েই ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের নতুন ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ প্ল্যাটফর্মটিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। নাজিম উদ দৌলার চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ।

আরও পড়ুন

‘ক্রিমিনালস’ নামটি দেখেই আন্দাজ করা শক্ত নয়। জানা গেল, ওয়েব ফিল্মটি তৈরি হয়েছে এমএলএম প্রতারণার শিকার তিন নারীর জীবনের ঘটনা নিয়ে। সিনেমাটিতে দেখা যাবে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, সাধারণ গৃহিণী নীলা বোস আর কর্মজীবী মা বীথি রহমান শহরের তিন প্রান্তের তিন বয়সী নারী এক হয় একটি অভিন্ন লক্ষ্য অর্জন করতে। যে লক্ষ্য অর্জন করতে তাদের ভাঙতে হবে আইন, হতে হবে ‘ক্রিমিনাল’।

‘ক্রিমিনালস’-এর দৃশ্য। ছবি: দীপ্ত প্লের সৌজন্যে

চুমকি, নীলা আর বীথি কি তা করবে? গতকাল বিকেলে মুঠোফোনে নির্মাতা ফরহাদ আহমেদ জানালেন, দেয়ালে পিঠ ঠেকে গেলে কী হয়, তা–ই তিনি তুলে এনেছেন গল্পটিতে। তিনি বলেন, ‘আমাদের সমাজের অনেক ঘটনার কথা আমরা জানি, যেখানে নারীদের ভূমিকা আড়ালেই থেকে যায়। আমি এ সিনেমায় দেখাতে চেয়েছি, দেয়ালে পিঠ ঠেকলে নারীরা কীভাবে ঘুরে দাঁড়ান।’

‘ক্রিমিনালস’–এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানজিকা আমিন, চমক, নীল হুরেজাহান, আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ, শাহরিয়ার রানা। ওয়েব ফিল্মটি প্রযোজনা করেছে আলফা আই স্টুডিও লিমিটেড। চুমকি, নীলা ও বীথির চরিত্রে দেখা যাবে নীল, তানজিকা ও চমককে। প্রধান তিন চরিত্রের জন্য এ তিন অভিনয়শিল্পীকেই কেন বাছলেন?

‘ক্রিমিনালস’-এর দৃশ্য। ছবি: দীপ্ত প্লের সৌজন্যে

পরিচালক বললেন, ‘সিনেমাটিতে এক সিঙ্গেল মাদারের চরিত্র আছে। প্রথম বেশ কয়েকজন শিল্পীর কথা এ চরিত্রটির জন্য ভেবেছিলাম, শেষ পর্যন্ত তানজিকা আমিনকে চূড়ান্ত করি। অন্যদিকে চমককে তাঁর চরিত্রটির জন্য মানানসই মনে হয়েছে। তবে নীল হুরেজাহানের অভিনয় নিয়ে তেমন ধারণা ছিল না, তাঁর সঙ্গে আগে কাজ করা হয়নি। কিন্তু নেওয়ার পর বুঝেছি, চরিত্রটির প্রতি সুবিচার করেছেন তিনি।’ কথায় কথায় নির্মাতা আরও জানান, গত বছর দীপ্ত প্লের সঙ্গে বেশ কয়েকটি আইডিয়া নিয়ে বৈঠক করেন তিনি। পরে এ গল্পটিই সবার পছন্দ হয়। এ সময়ে দাঁড়িয়ে ‘ক্রিমিনালস’–এর গল্পটি কেন বললেন সেটিও জানালেন ফরহাদ আহমেদ।

তিনি বলেন, ‘‌আমাদের দেশে কয়েক দিন পরপরই বড় বড় জালিয়াত চক্র সাধারণ মানুষদের বোকা বানিয়ে তাদের কষ্টের টাকা লুটপাট করে চলে যায়। যেহেতু কয়েক দিন পরপরই এ রকম ঘটনা আমরা দেখি, সুতরাং বলা যায় মানুষজনের মধ্যে সচেতনতার অভাব আছে। এ রকম একটি প্রতারণার ঘটনা থেকেই ‘ক্রিমিনালস’–এর গল্প তৈরি হয়েছে। সাধারণ তিনজন নারীর একসঙ্গে হওয়া এবং সেই প্রতারণার টাকা

‘ক্রিমিনালস’-এর দৃশ্য। ছবি: দীপ্ত প্লের সৌজন্যে

ফিরে পাওয়ার সংগ্রামই দেখানোর চেষ্টা করা হয়েছে। কথায় আছে, ট্র্যাজেডি দূর থেকে দেখতে কমেডি মনে হয়। এই ফিল্ম অনেকটা ডার্ক-কমেডিও বলা যায়। এখন দর্শকদের কেমন লাগে, সেটার অপেক্ষায় আছি।’

নারী দিবস উপলক্ষে প্রচার হবে ওয়েব ফিল্মটি। দেশে নারীকেন্দ্রিক কাজ এমনিতেই কম। সে জায়গা থেকে নতুন কাজটি নিয়ে প্রত্যাশা কী—এমন প্রশ্নের উত্তরে নির্মাতা বলেন, ‘নারী দিবসে সিনেমাটি দেখতে বসলে পর্দায় তিন নারীকে হিরো মনে হবে, তাদের লড়াইয়ের সঙ্গে একান্তবোধ করবেন দর্শক।’

গত বছরের ডিসেম্বরে ঢাকা ও সাভার মিলিয়ে ১০ দিন শুটিং হয় ওয়েব ফিল্মটির। নির্মাতা জানালেন, সম্পূর্ণ রিয়েল লোকেশনে তিনি সিনেমাটির শুটিং করেছেন।