‘লাস্ট স্টোরিজ টু’–এর জন্য কত পারিশ্রমিক পেলেন কাজল, তামান্নারা

‘লাস্ট স্টোরিজ ২’–এর অভিনয়শিল্পীরা
ছবি : নেটফ্লিক্স

২০১৮ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল অ্যানথোলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ’। এই অ্যানথোলজিটি মুক্তির পর চারদিকে রীতিমতো হই হই পড়ে গিয়েছিল। যৌনতাকে ঘিরে নানা রঙের ছবি বানানোর জন্য কুর্ণিশ জানানো হয়েছিল চার পরিচালক করণ জোহর, দিবাকর বন্দ্যোপাধ্যায়, জোয়া আখতার ও অনুরাগ কশ্যপকে। পাঁচ বছর পর আসতে চলেছে এর সিকুয়েল ‘লাস্ট স্টোরিজ টু’।

আরও পড়ুন

তবে এবার যৌনতাকে ঘিরে চার নতুন গল্প বলতে চলেছেন বলিউডের চার জনপ্রিয় পরিচালক। এবার ছবিতে দেখা যাবে একঝাঁক তারকাকে। এই তালিকায় আছেন কাজল, নীনা গুপ্তা, তামান্না ভাটিয়া, তিলোত্তমা সোম, অম্রুতা সুভাষ, ম্রুণাল ঠাকুরের মতো অভিনেত্রীরা।

‘লাস্ট স্টোরিজ টু’র প্রচারে ম্রুণাল ঠাকুর
এএফপি

পুরুষ চরিত্রে দেখা যাবে কুমুদ মিশ্র, বিজয় ভর্মা আর অঙ্গদ বেদির মতো অভিনেতাদের। ‘লাস্ট স্টোরিজ টু’কে ঘিরে নানান খবর প্রায়ই ভেসে আসছে। এবার এই অ্যানথোলজির চার অভিনেত্রীর পারিশ্রমিকের কথাও প্রকাশ্যে এসে গেছে।

আর বালকি, অমিত আর শর্মা, সুজয় ঘোষ ও কঙ্কণা সেনশর্মা—বিটাউনের এই চার পরিচালক যৌনতাকে ঘিরে চার স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘লাস্ট স্টোরিজ টু’-এর মাধ্যমে উপহার দিতে চলেছেন।

‘লাস্ট স্টোরিজ টু’র প্রচারে তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা
এএফপি

কিছুদিন আগেই এ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। তার পর থেকে এই সিকুয়েলকে ঘিরে আরও উন্মাদনা বেড়ে গেছে। বিশেষ করে ছবিতে নীনা গুপ্তার একটি সংলাপ আলোচনায় উঠে এসেছে।

আরও পড়ুন

ট্রেলারে দেখা গেছে, নীনা গুপ্তা এক সংলাপের মধ্য দিয়ে মানুষের শরীরকে মাউন্ট ফুজি আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করছেন। ‘লাস্ট স্টোরিজ’-এর দ্বিতীয় কিস্তিতে কাজলকে দেখা যাবে কুমুদ মিশ্রর স্ত্রীর চরিত্রে। এক সাধারণ গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন তিনি। আরেক ছবিতে তামান্না ও বিজয় ভার্মার দুরন্ত রসায়ন দেখা যাবে। জানা গেছে, ‘লাস্ট স্টোরিজ টু’-তে অভিনয়ের জন্য ছবির অভিনেত্রীরা ভালো দর হাঁকিয়েছেন।

কাজল সাদামাটা এক গৃহবধূর চরিত্রের জন্য তিন কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। ম্রুণাল ঠাকুরের পারিশ্রমিকের অঙ্ক একই বলে জানা গেছে, তিনিও তিন কোটি নিয়েছেন বলে খবর।

‘লাস্ট স্টোরিজ টু’র প্রচারে নীনা গুপ্তা
এএফপি

তবে এই দৌড়ে একটু এগিয়ে আছেন তামান্না ভাটিয়া। তাঁর পারিশ্রমিক চার কোটি। নীনা গুপ্তা এক আধুনিকমনস্ক বৃদ্ধার চরিত্রে অভিনয়ের জন্য এক কোটি নিয়েছেন। তিলোত্তমা সোম নিয়েছেন দেড় কোটি।

অ্যানথোলজিটিতে আছেন আরেক দাপুটে অভিনেত্রী অম্রুতা সুভাষ, তিনি নিয়েছেন ৫০ লাখ রুপি পারিশ্রমিক। মনে রাখতে হবে, এগুলো সবই স্বপ্লদৈর্ঘ্য ছবিতে অভিনয়ে পারিশ্রমিক, সে হিসাবে এটা যথেষ্টই বেশি।
‘লাস্ট স্টোরিজ টু’ ২৯ জুন নেটফ্লিক্সে মুক্তি পাবে।