জানুয়ারির এই ১০ সিনেমা–সিরিজ না দেখলেই নয়
জানুয়ারি মাসে ওটিটি প্ল্যাটফর্মগুলোয় মুক্তি পেয়েছে এন্তার সিনেমা ও সিরিজ। কোনোটি টান টান রোমাঞ্চ, কোনোটি আবার আলোচনায় দুর্দান্ত অভিনয়ের গুণে। কোনোটিতে আবার উঠে এসেছে যাপিত জীবনের গল্প। জেনে নেওয়া যাক এমন ১০ সিনেমা ও সিরিজের কথা, যেগুলো না দেখলেই নয়। মুক্তির তারিখ ধরে সিনেমা ও সিরিজের এই তালিকা করা হয়েছে।
‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’
প্রভা (কানি) আর অনু (দিব্যা) মুম্বাই শহরের একটি হাসপাতালের নার্স। প্রভা রক্ষণশীল। অনু স্বভাবে একেবারে উল্টো। সে চাকরি করে, আবার প্রেমও করে। অনু হিন্দু, কিন্তু তার প্রেমিক মুসলিম। অনু ভালো করেই জানে, এই সম্পর্ক তার পরিবার মেনে নেবে না। তাও মুম্বাইয়ে এসে, পরিবারের শাসনের বাইরে সে যতটা পারে চুটিয়ে নিজের জীবনটা কাটাতে চায়। প্রভা বিবাহিত হলেও একটা দিনও সে বিবাহিত জীবন কাটায়নি। তার স্বামী বিয়ের পরপরই জার্মানিতে চলে যেতে বাধ্য হয়েছে চাকরির কারণে। দুই নারী শহরে এগিয়ে চলে উত্তরের আশায়। এমন গল্প নিয়ে পায়েল কাপাডিয়ার সিনেমাটি গত বছর কান উৎসবে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জিতেছিল।
বহুল আলোচিত এ সিনেমায় আপনি পাবেন সাধারণ মানুষের জীবনের গল্প। যে গল্পে শহর হাজির হয় আলাদা চরিত্রে হিসেবে। শৈল্পিক ঘরানার সিনেমা যাঁরা পছন্দ করেন, তাঁরা অবশ্যই দেখতে পারেন এটি। কানি কশ্রুতি, দিব্যা প্রভা, ছায়া কদমকে দেখা গেছে ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায়। ৩ জানুয়ারি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় ছবিটি।
‘আমেরিকান প্রিমেভাল’
আপনি যদি পশ্চিমা সিনেমা ও সিরিজের ভক্ত হন, তবে মার্ক স্মিথের এই মিনি সিরিজ আপনারই জন্য। টেলর কিচ ও বেটি গিলপিনের দুর্দান্ত অভিনয়, চিত্রনাট্য আর নির্মাণগুণে চলতি মাসে সিরিজটি আছে অনেক দর্শকের পছন্দের তালিকায়।
এই সিরিজ গড়ে উঠেছে ১৮৫৭ সালের উটাহর প্রেক্ষাপটে। যেখানে বিভিন্ন গোষ্ঠীর পারস্পরিক সংগ্রাম উঠে এসেছে। ছয় পর্বের সিরিজটিতে বেশ কিছু সহিংস দৃশ্য আছে, এসব দৃশ্যে যাঁরা অস্বস্তি বোধ করেন; তাঁদের না দেখাই ভালো। ৯ জানুয়ারি সিরিজটি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে।
‘ব্ল্যাক ওয়ারেন্ট’
সিরিজের প্রধান চরিত্রে ‘কাপুর’ পরিবারের একজনের অভিষেক হয়েছে, স্বজনপ্রীতি নিয়ে বিস্তর আলোচনার মধ্যে এ তথ্য হয়তো আপনার শিল্পমনকে উসকে দিতে না–ও পারে। তবে যখন শুনবেন, সিরিজের নির্মাতাদের একজন বিক্রমাদিত্য মোতওয়ানি, তখন মন বদল হতে বাধ্য। ‘সেক্রেড গেমস’, ‘জুবিলি’র মতো সিরিজের নির্মাতার সিরিজটি না দেখলে সত্যিই অনেক কিছু মিস করবেন।
সহনির্মাতা সত্যাংশু সিংয়ের সঙ্গে মোতওয়ানি এবার তুলে এনেছেন ভারতের তিহার জেলের আড়ালে থাকা গল্প। জেলখানা যে সত্যিই এক ‘আজব দুনিয়া’, এ সিরিজ দেখার পর সেটা ভালোভাবেই বুঝে যাবেন। অনেক সমালোচকের মতে, এটি ভারতে নির্মিত অন্যতম সেরা সিরিজ। ক্রাইম, ড্রামা ঘরানার সিরিজ হলেও এতে কিন্তু পরতে পরতে রোমাঞ্চ নেই। বরং আড়ালে থাকা সত্য নির্মাতা হাজির করেছেন কোনো বাণিজ্যিক উপাদান ছাড়াই। তিহার জেলের সাবেক জেলার সুনীল গুপ্তের লেখা ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। এর প্রধান চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন জাহান কাপুর। সিরিজে আরও আছেন রাহুল ভাট, অনুরাগ ঠাকুর, পরমবীর সিং চিমা। ১০ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পায় সিরিজটি।
‘আনমাস্কড’
টান টান থ্রিলার দেখতে পছন্দ করেন, সঙ্গে হাস্যরস থাকলে তো কথাই নেই; এ–ই যদি হয় মনোভাব, তবে এ কোরীয় সিরিজ আপনার জন্যই।
ইয়ো সান-ডংয়ের সিরিজটির গল্প একদল অনুসন্ধানী সাংবাদিককে নিয়ে। তারা এক স্পনসর কোম্পানির সম্ভাব্য অনিয়মের তদন্তে নামে যা করতে গিয়ে তাদের চাকরিই হুমকির মুখে পড়ে। শেষ পর্যন্ত কী হয়, তা নিয়েই ছয় পর্বের সিরিজটির গল্প। ১৪ জানুয়ারি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া এ সিরিজে অভিনয় করেছেন কিম হায়ে-সু, জং সাং-ইল, জু জং-হেউক।
‘আ রিয়েল পেইন’
১৬ জানুয়ারি হুলুতে মুক্তি পায় জেসি আইজেনবার্গের বহুল প্রশংসিত সিনেমাটি। রোড ট্রিপ ঘরানার এ সিনেমা প্রেক্ষাগৃহে আসে গত বছরের ১ নভেম্বর।
মুক্তির পর ভালো ব্যবসা করে, সমালোচকেরাও উচ্চকণ্ঠ প্রশংসা করেন। এর আগে গত বছর সানড্যান্স চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়। চলতি বছর অস্কার, ক্রিটিকস চয়েসসহ বেশ কয়েকটি বড় পুরস্কারে মনোনীত হয়েছে কিরান কালকিন ও আইজেনবার্গ অভিনীত সিনেমাটি। কাজিনদের বন্ধুত্ব, সম্পর্ক, রোড ট্রিপ, নতুন মানুষ মিলিয়ে ‘আ রিয়েল পেইন’কে বলা যায় যাপিত জীবনের গল্প। এ ছবি দেখতে দেখতে আপনারও হয়তো কাজিনদের কথা মনে পড়বে!
‘পাতাললোক’
২০২০ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তির পর রীতিমতো অন্তর্জালে ঝড় তুলেছিল সুদীপ শর্মার সিরিজটি। অপরাধ জগতের কথা বলেছেন নির্মাতা, তবে সেখানে জুড়ে দিয়েছেন ভারতের নানা রাজনৈতিক বাস্তবতা।
চার বছর পর এসেছে সিরিজটির দ্বিতীয় মৌসুম। প্রথমটির মতো না হলেও এবারের কিস্তিও ব্যাপক প্রশংসিত হয়েছে। এবারের প্রেক্ষাপট ভারতের নাগাল্যান্ড। তদন্তের কাজে উত্তর–পূর্ব ভারতীয় রাজ্যটিতে হাজির হন ইনস্পেক্টর হাতিরাম চৌধুরী (জয়দ্বীপ আহালওয়াত), তুলে আনেন অনেক অপ্রিয় সত্য। হাতিরাম চরিত্রে এবারও দুর্দান্ত জয়দ্বীপ, সঙ্গে যোগ্য সংগত দিয়েছেন ঈশ্বক সিং, গুল পানাং, তিলত্তোমা সোমরা। সিরিজটি মুক্তি পায় ১৭ জানুয়ারি।
‘গ্ল্যাডিয়েটর ২’
২৪ বছর পর এসেছে ‘গ্ল্যাডিয়েটর’-এর সিকুয়েল। এবারের কিস্তি প্রথমটির মতো দর্শক-সমালোচকেরা সেভাবে পছন্দ করেননি তবে রিডলি স্কটের নির্মাণটি একবার দেখতেই পারেন। দুই যুগ আগে মুক্তি পাওয়া রিডলি স্কটের ‘গ্ল্যাডিয়েটর’-এ ছিল অ্যাকশন আর আবেগের মিশেল। রাসেল ক্রো, হোয়াকিন ফিনিক্স অভিনীত ছবিটিকে এই শতকের অন্যতম সেরা সিনেমার একটি মনে করা হয়।
২৪ বছর পর রিডলি নিয়ে আসছেন সেই ছবির সিকুয়েল ‘গ্ল্যাডিয়েটর ২’। প্রথম কিস্তিতে রাসেল ক্রো, হোয়াকিন ফিনিক্সের মতো অভিনেতাদের দেখা গিয়েছিল। এবার প্রধান চরিত্রে রিডলি স্কট আস্থা রেখেছেন এ সময়ের আলোচিত ব্রিটিশ অভিনেতা পল মেসক্যালের ওপর। এ ছাড়া আছেন পেড্রো প্যাসক্যাল, ডেনজেল ওয়াশিংটন প্রমুখ। মেসক্যাল অভিনয় করেছেন ‘লুসিয়াস ভেরাস’ চরিত্রে। এই ভেরাস হলেন লুসিলার ছেলে ও কমোডাসের ভাগনে। ছবির গল্প ভেরাসকে নিয়েই। ১৫ বছর লাপাত্তা থাকার পর সে হাজির হয়, জড়িয়ে যায় গ্ল্যাডিয়েটরিয়াল লড়াইয়ের নৃশংস জগতে। ২১ জানুয়ারি ছবিটি মুক্তি পায় অ্যামাজন প্রাইম ভিডিওতে।
‘দ্য নাইট এজেন্ট ২’
এফবিআইয়ের নাইট এজেন্ট পিটারের কাজ রাতে ডিউটি করা। ডিউটি মানে ফোনের অপেক্ষা। বেশির ভাগ দিনই ফোন আসে না। কিন্তু এক রাতে ফোন আসে, পিটারের জীবনের গতিপথ বদলে যায়। এমন গল্প নিয়ে নেটফ্লিক্সের সিরিজটির প্রথম মৌসুম মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায়। চলে আসে প্ল্যাটফর্মটির সবচেয়ে বেশি দেখা সিরিজের তালিকায়। ২৩ জানুয়ারি এসেছে দ্বিতীয় মৌসুমের ১০ পর্ব।
এবার দর্শকেরা পছন্দ করেছেন, মুক্তির পরই ১ কোটি ৩৯ লাখ ভিউ নিয়ে নেটফ্লিক্সের টিভি সিরিজের তালিকার শীর্ষে উঠে গেছে ‘দ্য নাইট এজেন্ট ২’। শন রায়ানের সিরিজটি মুক্তি পেয়েছে ২৩ জানুয়ারি। এতে প্রধান চরিত্রে প্রথম মৌসুমের মতোই আছেন গ্যাব্রিয়েল ব্যাসো। থাইল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার গোপন নথি ফাঁস হয়। ঘটনার তদন্তে সেখানে হাজির হয় পিটার (গ্যাব্রিয়েল ব্যাসো)। গিয়ে ভয়ংকর এক অপরাধী চক্রের মুখোমুখি হয়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে এবারের মৌসুম। টান টান থ্রিলার পছন্দ করলে এ সিরিজ আপনারই জন্য।
‘দ্য ওয়াইল্ড রোবট’
গত বছরের অন্যতম সেরা অ্যানিমেশন সিনেমা মনে করা হয় এটিকে। ক্রিস স্যান্ডার্সের ছবিটি অস্কারেও মনোনয়ন বাগিয়েছে। ২৪ জানুয়ারি পিককে মুক্তির পর বিশ্বজুড়ে দর্শকেরা সহজেই দেখতে পারছেন সিনেমাটি।
একটা সাধারণ গল্পকেও যে নির্মাণের মুনশিয়ানায় অন্য পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেটার উদাহরণ এই সিনেমা। প্রাণিজগৎ ও যন্ত্রের সহাবস্থান; অভিযোজ্যতা; মাতৃত্ববোধের গল্প বলে এই অ্যানিমেশন সিনেমা।
‘পুষ্পা ২’
প্রথম কিস্তিতে ‘পুষ্পা’র উত্থান দেখানো হয়েছিল। চন্দন কাঠ চোরাচালান কারবারে যে কোন্ডা রেড্ডির প্রিয়পাত্র হয়ে ওঠে। মঙ্গলম শ্রীনুর মতো ঘাগু লোককে হারিয়ে হয়ে ওঠে সিন্ডিকেটের নেতা। সামান্য এক দিনমজুর থেকে নিজের বুদ্ধি আর শ্রম দিয়ে শীর্ষ স্থান দখল করে নেয়। হয়ে ওঠে অপ্রতিদ্বন্দ্বী। ‘পুষ্পা ২’ সিনেমায় পুষ্পার লড়াই যেন নিজের সঙ্গে নিজের। নিজেকে ছাড়িয়ে যাওয়াই পুষ্পার কাজ। ক্ষমতার এ খেলা পুষ্পা খেলে যায় নিজের ছকে। তার সামনে কোনো বাধাই বাধা হয়ে উঠতে পারে না।
‘পুষ্পা ফুল নয়। আগুন নয়। দাবানল’ বলে যেখানে ট্রেলার শেষ হয়েছিল, ‘পুষ্পা ২’–এ যেন সেটাই করে দেখানো হয়েছে পুরো সিনেমায়। গত ৫ ডিসেম্বর মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল, ৩০ জানুয়ারি ছবিটি এসেছে নেটফ্লিক্সে।
তেলেগু, তামিল, কন্নড় ও মালয়ালম সংস্করণ মুক্তি পেয়েছে। আল্লু অর্জুনের দুর্দান্ত পারফরম্যান্স, পারিবারিক আবেগ আর অ্যাকশন মিলিয়ে ছবিটি আপনি মিস করতে চাইবেন না। সুকুমার পরিচালিত এ ছবিতে আল্লুর সঙ্গে আরও আছেন রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল প্রমুখ।