রেইনড্যান্স উৎসবে সেরা নুহাশের ‘পেট কাটা ষ’

সেরা আন্তর্জাতিক ফিচার সিনেমার পুরস্কার হাতে নুহাশ হুমায়ূন। ছবি: চরকির সৌজন্যে

মর্যাদাপূর্ণ ‘রেইনড্যান্স’ চলচ্চিত্র উৎসবের জুরি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হয়েছে নুহাশ হুমায়ূন পরিচালিত চরকি অরিজিনাল আন্থোলজি সিরিজ ‘পেট কাটা ষ’। উৎসবের আরেকটি গুরুত্বপূর্ণ পুরস্কার যুক্তরাজ্যের সেরা ফিচার ফিল্ম হয়েছে কিট ভিনসেন্টের ‘রেড হেরিং’। ব্রিটিশ এই তথ্যচিত্র নির্মাতার এটিই প্রথম ফিচার ফিল্ম। রেইনড্যান্স উৎসব নিয়ে চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

রেইনড্যান্স স্বাধীন ধারার সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব। গত ২৫ অক্টোবর লন্ডনে শুরু হয়েছিল উৎসবের ৩১তম আসর।

‘পেট কাটা ষ’–এর পোস্টার। ছবি : চরকি

গুরুত্বপূর্ণ এই উৎসবে পেট কাটা ষ সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হওয়ায় উচ্ছ্বসিত নুহাশ। পুরস্কার জয়ের পর প্রতিক্রিয়া তিনি বলেন, ‘“পেট কাটা ষ” রেইনড্যান্সে সেরা আন্তর্জাতিক ফিচার সিনেমার পুরস্কার জিতেছে। উৎসবের সেরা পুরস্কারে বাংলা নাম শুনতে পারা দারুণ ব্যাপার ছিল। রেইনড্যান্স প্রোগ্রাম ও বিচারকদের ধন্যবাদ।’

আরও পড়ুন

রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে পুরস্কার জয় বাংলাদেশের কনটেন্ট ইন্ডাস্ট্রির জন্য বড়দিন বলে মনে করেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি বলেন, ‘এই প্রথম চরকি আন্তর্জাতিক কোনো আন্তর্জাতিক পুরস্কার পেল কনটেন্টের জন্য, তা–ও সেটি রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে সেরা আন্তর্জাতিক ফিচার ছবির পুরস্কার।

নির্মাতা নুহাশ হুমায়ূন
ছবি: প্রথম আলো

এটা বাংলাদেশের জন্য অনেক গৌরবের। চরকি যে বাংলাদেশের কনটেন্টকে সারা পৃথিবীর বুকে এভাবে পরিচয় করিয়ে দিচ্ছে, সম্মান অর্জন করছে, সেটির জন্য আমি অনেক আনন্দিত। একই সঙ্গে নুহাশ হুমায়ূন ও তাঁর টিমের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই; তারা অনেক সুন্দর করে “পেট কাটা ষ” দর্শকনন্দিত করেছিল এবং এখন এটা চলচ্চিত্র দর্শনে সাফল্য নিয়ে আসছে। এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা দিন।’

এবারের উৎসবে পারফরম্যান্সের জন্য সেরা ব্রিটিশ অভিনেতা হয়েছেন মাইকেল পিট, অভিষেক সিনেমা ‘দ্য ল্যান্ড উইদিন’–এর জন্য সেরা নির্মাতা হয়েছেন ফিসনিক ম্যাক্সভিল। এ ছাড়া আপন এন্ট্রির জন্য ডিসকভারি অ্যাওয়ার্ড পেয়েছেন দুই কাতালনিয়ান পরিচালক আলেহান্দ্রো রোহাস ও সেবাস্তিয়ান ভাসকুইজ। চেলসা গ্রিন, রব গ্রবম্যান ও ইডিভান গুজাজারার ‘উই আর গার্ডিয়ানস’ হয়েছে সেরা তথ্যচিত্র। সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার পেয়েছেন ডেভিন ওয়াইটে।

গত বছর চরকিতে মুক্তি পায় চার পর্বের অ্যান্থলজি সিরিজ ‘পেট কাটা ষ’। এই বিল্ডিংয়ে ‘মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’ পর্বগুলো মুক্তির পর ব্যাপকভাবে প্রশংসিত হয়। সাধারণ দর্শক থেকে দেশি–বিদেশি নির্মাতা, অভিনয়শিল্পীরা হরর এ সিরিজটির তারিফ করেন। এর আগে আরেকটি মর্যাদাপূর্ণ উৎসব রটারড্যাম চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল মনোনয়ন পেয়েছিল ‘পেট কাটা ষ’। বহুল আলোচিত এই সিরিজে অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, মোরশেদ মিশু প্রমুখ।