এবার ঘরে বসেই দেখা যাবে ‘সুড়ঙ্গ’, আসছে চরকিতে
অষ্টম সপ্তাহে এসেও স্টার সিনেপ্লেক্সের ছয় শাখায় ১০টি শোসহ ঢাকা ও ঢাকার বাইরে ১৬ প্রেক্ষাগৃহে চলছে ‘সুড়ঙ্গ’। তবে আলোচিত ছবিটি এবার ঘরে বসে দেখা যাবে, চরকিতে আসছে নতুন ভার্সনে। যেটাকে বলা হচ্ছে এক্সটেন্ডেট ডিরেক্টরস কাট। যা সিনেমা হলের দর্শকের জন্য নতুন উপহার আর ওটিটির দর্শকের জন্য বাড়তি পাওয়া। এ নতুন ভার্সনের ‘সুড়ঙ্গ’ ২৪ আগস্ট রাত আটটায় দেখা যাবে চরকিতে।
২৯ জুন সিনেমা হলে মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। চরকি ও আলফা আই স্টুডিওজ লি.–এর যৌথ প্রযোজনায় রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর।
‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী তমা মির্জা, মোস্তফা মন্ওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারীসহ আরও অনেকে। সেই সঙ্গে একটি আইটেম গানে নুসরাত ফারিয়ার উপস্থিতি দর্শকের মধ্যে সাড়া ফেলেছে।
আফরান নিশো তাঁর প্রথম সিনেমা দিয়ে যে ছক্কা হাঁকিয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। ‘সুড়ঙ্গ’ যে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা হবে, তা আগে থেকেই জানান দিচ্ছিলেন দর্শক। মুক্তির পর সেই দর্শকই যেন প্রমাণ দিলেন ‘সুড়ঙ্গ’ই সেরা। সেই ‘সুড়ঙ্গ’ পাওয়ারড বাই পেপসি ও পেমেন্ট পার্টনার বিকাশ আর কিছুদিনের মধ্যে চরকিতে দেখবেন দর্শক।
চরকিতে সিনেমা মুক্তির প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘আমরা সবাই খুব ডেডিকেশন, মেধা, একাগ্রতা নিয়ে সিনেমাটা করেছি। সেটার প্রতিফলন দর্শক প্রেক্ষাগৃহে দেখেছেন। সেই সঙ্গে দর্শক সিনেমা ও আমাদের কাজ ভালোবেসে আমাদের উচ্ছ্বসিত করেছেন। এবার সুড়ঙ্গ মুক্তি পাবে চরকিতে। যাঁরা নানা কারণে হয়তো হলে গিয়ে সিনেমাটি দেখতে পারেন নাই, তাঁরা এখন চরকিতে “সুড়ঙ্গ” দেখে ফেলুন।‘
অভিনেত্রী তমা মির্জা বলেন, ‘চরকি আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। “সুড়ঙ্গ” আমার জন্য খুব বড় একটি কাজ ছিল। সব মিলিয়ে আমাদের পরিশ্রম দর্শক বিফলে যেতে দেননি। আমরা সবাই এখন খুব খুশি যে চরকিতে আসবে “সুড়ঙ্গ”। বিশ্বব্যাপী মানুষ চরকির মাধ্যমে “সুড়ঙ্গ” দেখবে ভেবেই আনন্দ লাগছে।‘
পরিচালক রায়হান রাফী বলেন, ‘দেশ ও দেশের সীমানা পেরিয়ে সবখানে “সুড়ঙ্গ” যে ব্লকবাস্টার আর এত প্রশংসিত ও আলোচিত হয়েছে, তা সব দর্শকের জন্যই। আমরা আমাদের চেষ্টা করে গেছি, যেটা বৃথা যায়নি বলতেই পারি। দর্শক যেভাবে হলে গিয়ে “সুড়ঙ্গ” দেখেছেন; এখন আশা করছি, চরকির অ্যাকাউন্ট নিয়ে “সুড়ঙ্গ” দেখবেন।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘“সুড়ঙ্গ” সিনেমা হলে পেয়েছে দর্শকপ্রিয়তা, হয়েছে ব্লকবাস্টার। কিন্তু সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর দর্শক এখনো “সুড়ঙ্গ” দেখার অপেক্ষায়। এবার চরকির মাধ্যমে সেই দর্শকদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। “সুড়ঙ্গ” আরও বড় পরিসরে আসছে চরকিতে।’
লোভ, বিশ্বাস ভঙ্গ, বিচ্ছেদ, অপরাধ, হত্যা—সবকিছুর নেপথ্যে একটাই কারণ, টাকা। রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’র গল্পকে একটা বাক্যে তুলে ধরতে বললে হয়তো এভাবেই বলতে হবে। এটা প্রেম, রোমাঞ্চ, গান, কমেডি, অ্যাকশন—সব মিলিয়ে পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমা।