ঝড় তুলেছে যে তাইওয়ানিজ সিরিজ

প্রথম কোনো তাইওয়ানিজ সিরিজ হিসেবে নেটফ্লিক্সের শীর্ষ দশের তালিকায় উঠে এসেছে ‘কপিক্যাট কিলার’ছবি: নেটফ্লিক্স

কুংফু অ্যাকশন সিনেমার জন্য বিশ্বজুড়ে পরিচিতি রয়েছে তাইওয়ানের। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজে দর্শকের দৃষ্টি কেড়েছেন দেশটির প্রযোজক ও নির্মাতারা। গত দুই দশকে ‘ফেটেড টু লাভ ইউ’, ‘অটামস কেনচারটো’, ‘লাইট দ্য নাইট’সহ বেশ কয়েকটি তাইওয়ানিজ সিরিজ দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

তবে এবার তাইওয়ানিজ সিরিজকে অন্য উচ্চতায় নিয়ে গেছে একজন ক্রমিক খুনিকে নিয়ে নির্মিত থ্রিলার সিরিজ ‘কপিক্যাট কিলার’। প্রথম কোনো তাইওয়ানিজ সিরিজ হিসেবে নেটফ্লিক্সের শীর্ষ দশের তালিকায় উঠে এসেছে সিরিজটি। গত ৩১ মার্চ মুক্তিপ্রাপ্ত এ সিরিজ নেটফ্লিক্সের অ-ইংরেজিভাষী সিরিজের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।

গত ৩১ মার্চ মুক্তিপ্রাপ্ত এ সিরিজ নেটফ্লিক্সের অ-ইংরেজিভাষী সিরিজের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে
ছবি: নেটফ্লিক্স

জাপানি সাহিত্যিক মিয়াবে মিউকির আলোচিত উপন্যাস ‘মাহো হান’ অবলম্বনে নির্মিত সিরিজটি প্রযোজনা করেছেন হ্যাংক সেন ও ফিল টাং। এর আগে এই উপন্যাস অবলম্বনে জাপানে ‘কপিক্যাট কিলার’ নামেই আরেকটি সিনেমা নির্মিত হয়েছে।
প্রযোজক হ্যাংক সেন বলেন, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দর্শকদের ধন্যবাদ জানাই। তাইওয়ানিজ ইন্ডাস্ট্রির জন্য এটি স্মরণীয় ঘটনা।’

নেটফ্লিক্স জানিয়েছে, এই তাইওয়ানিজ সিরিজ ১৯ মিলিয়নের বেশি ঘণ্টা দেখা হয়েছে। বৈশ্বিক তালিকার পাশাপাশি তাইওয়ান, হংকং ও সিঙ্গাপুরে এটি প্রথম অবস্থানে রয়েছে। পাশাপাশি কাতার, কুয়েত, বাহরাইনসহ ২০টি দেশে সিরিজটি শীর্ষ দশের তালিকায় রয়েছে।
‘কপিক্যাট কিলার’ সিরিজে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উ ক্যাং রেন, আলিস কো, রুবি লিনসহ আরও অনেকে।

আরও পড়ুন