নেটফ্লিক্সের শীর্ষে ‘দ্য নাইট এজেন্ট’

‘দ্য নাইট এজেন্ট’—এর দৃশ্যছবি: নেটফ্লিক্স

পাঁচটি কিংবা দশটি নয়, ১৮ হাজারের বেশি সিনেমা, সিরিজের মধ্যে কোনটি কতক্ষণ ধরে দর্শকেরা দেখেছেন—তেমন একটি ঢাউস তালিকা প্রকাশ করেছে নেটফ্লিক্স। বলা হচ্ছে, বৈশ্বিক স্ট্রিমিং প্ল্যাটফর্মের ইতিহাসে এবারই প্রথম এমন তথ্যবহুল পরিসংখ্যান প্রকাশ্যে এল।
গতকাল বুধবার নেটফ্লিক্সের ওয়েবসাইটে তালিকাটি প্রকাশিত হয়েছে। এতে ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত সিনেমা ও সিরিজের মধ্যে কোনটি কত সময় দেখা হয়েছে, তা জানানো হয়েছে।

এই ছয় মাসে নেটফ্লিক্সে সবচেয়ে বেশি সময় দেখা হয়েছে হলিউডের অ্যাকশন–থ্রিলার ‘দ্য নাইট এজেন্ট’। ২৩ মার্চ প্রকাশিত সিরিজটি ৮১২ মিলিয়ন ঘণ্টার বেশি দেখা হয়েছে। ম্যাথু কোয়ার্কের উপন্যাস অবলম্বনে সিরিজটি নির্মাণ করেছেন শন রায়ান। এরপর রয়েছে হলিউডের কমেডি ড্রামা সিরিজ ‘জিনি অ্যান্ড জর্জিয়া: দ্বিতীয় মৌসুম’ (৬৬২ মিলিয়ন ঘণ্টা), মা জর্জিয়া ও মেয়ে জিনির গল্পে সিরিজিটি নির্মাণ করেছেন সারাহ ল্যাম্পার্ট।
তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে কোরীয় সিরিজ ‘দ্য গ্লোরি: প্রথম মৌসুম’ (৬৬২ মিলিয়ন ঘণ্টা), স্কুলজীবনে সহপাঠীদের দ্বারা মানসিক নিপীড়নের শিকার এক তরুণীর গল্পে সিরিজটি নির্মাণ করেছেন আন গিল হো।

‘দ্য গ্লোরি’র প্রথম মৌসুমের পোস্টার
ছবি: নেটফ্লিক্স

হলিউডের অতিপ্রাকৃত হরর–কমেডি সিরিজ ‘ওয়েডনেজডে: প্রথম মৌসুম’ (৫০৭ মিলিয়ন ঘণ্টা) রয়েছে তালিকার চতুর্থ অবস্থানে। তালিকার পঞ্চম স্থানে রয়েছে নেটফ্লিক্সের ‘ব্রিজারটন’ সিরিজের প্রিকুয়েল স্পিন–অফ ‘কুইন শার্লট: আ ব্রিজারটন স্টোরি’ (৫০৩ মিলিয়ন ঘণ্টা)।
নেটফ্লিক্স, ডিজনিসহ হলিউডের শীর্ষ স্টুডিওগুলোর বিরুদ্ধে আন্দোলনের মধ্যে হলিউডের শিল্পী, চিত্রনাট্যকারেরা অভিযোগ করেন, স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো দর্শকের সংখ্যা লুকিয়ে তাঁদের পারিশ্রমিক কম দেন।

এর মধ্যেই এই তালিকা প্রকাশ করেছে নেটফ্লিক্স। স্ট্রিমিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, আগামী দিনে বছরে দুবার এমন পরিসংখ্যান করা হবে। এটি দর্শক, প্রতিযোগী প্রতিষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।
এর আগে নেটফ্লিক্সকে এমন বিস্তারিতভাবে তথ্য–উপাত্ত প্রকাশ করতে দেখা যায়নি। প্রতিষ্ঠানটি বলেছিল, পরিসংখ্যান প্রকাশ করে প্রতিযোগী প্রতিষ্ঠানকে নিজেদের পরিকল্পনা জানাতে চায় না। তবে পরবর্তী সময়ে তা অবিশ্বাসের জন্ম দেয়। আরও সচ্ছতা তৈরিতে এই তালিকা প্রকাশের প্রয়োজন দেখছে নেটফ্লিক্স।
তথ্যসূত্র: এএফপি

আরও পড়ুন