‘আইসিইউ থেকে মৃতপ্রায় অভিনেতাকে বাঁচিয়ে দিয়েছে চরকির ঊনলৌকিক’

ইন্তেখাব দিনার

নব্বই দশকের শেষের দিকে এসে টিভি নাটকে শুরু ইন্তেখাব দিনার। অল্প সময়ের মধ্যে পরিচিতি পান। হয়ে ওঠেন টিভি দর্শকদের কাছের মানুষ। এরপর প্রায় এক দশক ধরে ছোট পর্দায় দাপট দেখিয়েছেন। কিন্তু তারপর ছন্দপতন। যাতে তাঁর কোনো দায় নেই। ২০১০ সালের দিকে এসে শুরু হয় টিভি নাটকে ভিউয়ের হিসাব–নিকাশ। আরও অনেক অভিনেতার সঙ্গে দিনারকেও ফেলে দেওয়া হয় বাতিলের খাতায়। এরপরের এক দশকে হয়ে গেছে অনেক কিছুই। একসময়ের ব্যস্ততম অভিনেতা কাজ হারিয়েছেন। এমনও সময় গেছে, দিনারের হাতে কোনো কাজ ছিল না। তিনি নিজেই জানিয়েছেন, সে সময় তাঁকে পেশা বদলেরও পরামর্শ দিয়েছেন অনেকেই। কিন্তু খাদের কিনার থেকেও যে প্রবলভাবে ঘুরে দাঁড়ানো যায়, সেটা তখনো দেখানোর বাকি।

দৃশ্যপট বদলে যায় ‘চরকি’র আবির্ভাবের পর। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে অ্যান্থলজি সিরিজ ‘ঊনলৌকিক’-এর পর্ব ‘দ্বিখণ্ডিত’ প্রচারের পর ইন্তেখাব দিনার বুঝিয়ে দেন তিনি কত বড় মাপের অভিনেতা। তবে সেটা ছিল দিনের শুরুমাত্র। এরপর গত দুই বছরে ‘ষ’, ‘জাগো বাহে’, ‘কারাগার’ দিয়ে হয়ে উঠেছেন এ সময়ের সবচেয়ে আলোচিত অভিনেতাদের একজন।

২৪ বছর ধরে অভিনয় ছাড়া আর কিছু করিনি। কিন্তু একটা সময় আমার হাতে কোনো কাজ ছিল না। বলা হতো, আমার কাছের ভিউ হয় না। সেই জায়গা থেকে একজন মৃতপ্রায় অভিনেতাকে আইসিইউ থেকে বাঁচিয়ে দিয়েছে চরকির ঊনলৌকিক।
ইন্তেখাব দিনার
ওয়েব সিরিজ বিভাগে ক্রিটিকস চয়েসে সেরা অভিনেতা হয়েছেন ইন্তেখাব দিনার। পুরস্কার তুলে দিচ্ছেন নরেশ ভূঁইয়া ও রোজী সিদ্দিকী
খালেদ সরকার

যে ‘ঊনলৌকিক’ দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় শুরু করেছিলেন দিনার, সেই সিরিজের জন্যই চরকি কার্নিভ্যালে চরকি অ্যাওয়ার্ডসে পুরস্কার জিতেছেন তিনি। সিরিজ বিভাগে ক্রিটিকস চয়েসে হয়েছেন সেরা অভিনেতা।

পুরস্কার নিতে গিয়ে উচ্ছ্বসিত অভিনেতা প্রতিক্রিয়া জানাতে গিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা যেন তাঁর দুই যুগের দীর্ঘ ক্যারিয়ারের একঝলক।

ঊনলৌকিক সিরিজের দ্বিখণ্ডিত-এর জন্য ওয়েব সিরিজ বিভাগে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ইন্তেখাব দিনার
ছবি: ফেসবুক

দিনার বলেন, ‘২৪ বছর ধরে অভিনয় ছাড়া আর কিছু করিনি। কিন্তু একটা সময় আমার হাতে কোনো কাজ ছিল না। বলা হতো, আমার কাছের ভিউ হয় না। সেই জায়গা থেকে একজন মৃতপ্রায় অভিনেতাকে আইসিইউ থেকে বাঁচিয়ে দিয়েছে চরকির ঊনলৌকিক।’ দিনার যখন কথাগুলো বলছিলেন, পুরো মিলনায়তনে শোনা যাচ্ছিল তাঁর সহকর্মীদের হাততালি আর চিৎকার করে উচ্ছ্বাস প্রকাশের শব্দ। একজন অভিনেতার স্বীকৃতি পাওয়ায় তাঁরা কতটা খুশি, বোঝা যাচ্ছিল। তবে দিনারের বক্তব্য তখনো শেষ হয়নি। অভিনেতা বলেন, ‘এই পুরস্কার আমি সেসব অভিনেতাকে উৎসর্গ করতে চাই, যাঁদের আমার মতো ভিউ হয় না। যাঁদের ভিউ কম।’ এই বক্তব্য শেষ করে চরকি অ্যাওয়ার্ডসের মঞ্চ থেকে নিচে নামতেই দিনারকে ঘিরে ধরেন সহকর্মীরা। কার আগে কে হাত মেলাবেন, বুকে ঝড়িয়ে ধরবেন; যেন প্রতিযোগিতা শুরু হয়।

পুরস্কার নিতে গিয়ে উচ্ছ্বসিত অভিনেতা প্রতিক্রিয়া জানাতে গিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা যেন তাঁর দুই যুগের দীর্ঘ ক্যারিয়ারের একঝলক

অভিনেতা পুরস্কার গ্রহণ করে এই বক্তব্য দেওয়ার পরই সেটা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ‘এই পুরস্কার আমি সেসব অভিনেতাকে উৎসর্গ করতে চাই, যাঁদের আমার মতো ভিউ হয় না।’ অনেকেই দিনারের বক্তব্যটি শেয়ার করতে থাকেন।  বিনোদনজগতের অনেক তারকা দিনারের ছবি শেয়ার করে অভিনন্দন জানান।

আরও পড়ুন
আরও পড়ুন