মহানগর ৩ আসবে?
আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তির দুই বছর পর এবার ঈদে এসেছে ‘মহানগর ২’। নির্মাতা আশফাক নিপুনের সিরিজটি দর্শকমহলে সাড়া ফেলেছে। এতে বেশ কিছু প্রশ্ন উসকে দিয়েছেন নির্মাতা, কিছু বিষয় এখনো অমীমাংসিত রয়েছে। দর্শকেরা প্রশ্ন করছেন, তাহলে মহানগর ৩ নির্মিত হবে?
বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই সিরিজের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘গল্প এখানে শেষ হয়নি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। মহানগর ৩ আসছে। ’ তবে বিষয়টি এখনই খোলাশা করেননি নির্মাতা নিপুন, অনির্বাণের পোস্টের স্কিনশট ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘ওমা, আমাকে না জানিয়েই? ’
আসলেই কি মহানগর ৩ আসছে? —বিষয়টি নিয়ে হইচই বাংলাদেশের পরিচালক সাকিব আর খান গত রোববার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মহানগর ৩ করার ইচ্ছা রয়েছে। মহানগর ২ তো সেভাবেই শেষ হয়েছে। এখন দেখা যাক। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে কিছুই নিশ্চিত নয়। ’
ঈদের আগে ২০ এপ্রিল মুক্তি পেয়েছে মহানগর ২। প্রথম মৌসুমের মতো দ্বিতীয় মৌসুমেও ওসি হারুন চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন অভিনেতা মোশাররফ করিম। সিরিজের শেষভাগে আবির্ভূত হন অনির্বাণ ভট্টাচার্য, তাঁকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে পাওয়া গেছে। এ ছাড়া শ্যামল মাওলা, আফসানা মিমি, ফজলুর রহমান বাবু, বৃন্দাবন দাস, তানজিকা আমিনসহ আরও অনেককে রয়েছেন।
এর আগে ২০২১ সালের জুনে মহানগর মুক্তি পায়। এতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, লুৎফর রহমান জর্জ।