চলচ্চিত্র, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজে মনোনয়ন পেলেন যাঁরা

চলচ্চিত্র ও ওয়েব ফিল্মে মনোনয়ন পেলেন যাঁরা

দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ফিরে এল মেরিল-প্রথম আলো পুরস্কার। জুরিবোর্ডের বিচারে মেরিল–প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২২-এ সেরা চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছে ‘ক্যাফে ডিজায়ার’, ‘দুই দিনের দুনিয়া’ ও ‘হাওয়া’।

রেদওয়ান রনির প্রযোজনায় ‘ক্যাফে ডিজায়ার’ নির্মাণ করেছেন রবিউল আলম রবি। সিনেমাটি চরকিতে মুক্তি পায় ২০২২ সালের ২২ ডিসেম্বর। অনম বিশ্বাস পরিচালিত ‘দুই দিনের দুনিয়া’ চরকিতে মুক্তি পায় ২০২২ সালের ১৬ অক্টোবর। একই বছরের ২৯ জুলাই সিনেমা হলে মুক্তি পায় নির্মাতা মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘হাওয়া’।

এবার সেরা পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন রবিউল আলম রবি (ক্যাফে ডিজায়ার), অনম বিশ্বাস (দুই দিনের দুনিয়া) ও মেজবাউর রহমান সুমন (হাওয়া)।

সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে মনোনয় পেয়েছেন নাজিফা তুষি (হাওয়া), বিদ্যা সিনহা মিম (পরাণ), রোদেলা টাপুর (দেশান্তর)।

সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে মনোনয় পেয়েছেন আজাদ আবুল কালাম (গুণিন), চঞ্চল চৌধুরী (দুই দিনের দুনিয়া) এবং শরীফুল রাজ (পরাণ)।

সেরা ওয়েব সিরিজ হিসেবে মনোনয়ন পেয়েছে হইচইয়ের ‘কারাগার’, চরকির ‘পেট কাটা ষ’ ও ‘শাটিকাপ’। সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত ‘কারাগার’ সিরিজের প্রথম মৌসুম মুক্তি পেয়েছে ২০২২ সালের ১৯ আগস্ট, দ্বিতীয় মৌসুম আসে ২২ ডিসেম্বর। একই বছরের ৭ এপ্রিল মুক্তিপ্রাপ্ত ‘পেট কাটা ষ’ নির্মাণ করেছেন নুহাশ হুমায়ূন। রাজশাহীর আঞ্চলিক ভাষায় ‘শাটিকাপ’ নির্মাণ করেছেন মোহাম্মদ তাওকীর ইসলাম।

ওয়েব সিরিজের জন্য সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন সৈয়দ আহমদ শাওকি (কারাগার), নুহাশ হুমায়ূন (পেট কাটা ষ), মোহাম্মদ তাওকীর ইসলাম (শাটিকাপ)।