দেখতে পারেন নতুন এই ৪ সিনেমা-সিরিজ

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

‘ভুল চুক মাফ’ সিনেমার পোস্টার থেকে। আইএমডিবি

‘উলফ ম্যান’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিওহটস্টার
দিনক্ষণ: ১৭ মে
হরর সিনেমার জন্য আলোচিত প্রযোজনা সংস্থা ব্লুমহাউস প্রোডাকশনের নতুন এ সিনেমা চলতি বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সমালোচকদের কাছে প্রশংসিত সিনেমাটি এবার আসছে ওটিটিতে।

‘উলফ ম্যান’–এর দৃশ্য। ছবি: আইএমডিবি

নির্জন এক খামারবাড়িতে রহস্যময় প্রাণীর আক্রমণ নিয়ে বডি হরর ঘরানার সিনেমাটি বানিয়েছেন লি ওয়াহনেল। এতে অভিনয় করেছেন ক্রিস্টোফার অ্যাবোট, জুলিয়া গার্নার।

‘ভুল চুক মাফ’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও ভারতের অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে সিনেমাটি সরাসরি ওটিটিতে মুক্তি পেয়েছে। বেনারসের প্রেক্ষাপটে নির্মিত রোমান্টিক কমেডি সিনেমার প্রধান দুই চরিত্র রঞ্জন ও তিতলি।

ওয়ামিকা গাব্বি
ইনস্টাগ্রাম

সরকারি চাকরি পাওয়ার পর রঞ্জন যখনই ভালোবাসার মানুষ তিতলিকে বিয়ে করবে, তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। এমন গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন করণ শর্মা। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি।

‘আমেরিকান ম্যানহান্ট: ওসামা বিন লাদেন’
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
২০১১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর থেকেই ওসামা বিন লাদেনের খোঁজে মরিয়া হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত তাঁকে কীভাবে খুঁজে পাওয়া গিয়েছিল, সেটা নিয়েই তিন পর্বের এই সিরিজ তথ্যচিত্র। এটি পরিচালনা করেছে মোর লাউসি ও ড্যানিয়েল সিভান।

‘মার্ডারবট’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
মার্থা ওয়েলসের দ্য মার্ডারবট ডায়েরিজ অবলম্বনে নতুন সায়েন্স ফিকশন অ্যাকশন কমেডি সিরিজ। এটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলেকজান্ডার স্কারসগার্ড।

‘মার্ডারবট’–এর দৃশ্য। ছবি: অ্যাপল টিভি প্লাস

সিরিজটির স্রষ্টা ক্রিস ও পল উইটজ। ১০ পর্বের সিরিজটির প্রথম ২ পর্ব মুক্তি পেয়েছে গতকাল, বাকি ৮ পর্ব ধারাবাহিকভাবে মুক্তি পাবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

আরও পড়ুন