ওটিটিতে এ সপ্তাহে যা যা দেখতে পারেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।

‘দ্য রেড স্লিভ’–এর নতুন পর্ব মুক্তি পেয়েছে গতকাল
ছবি : চরকির সৌজন্য

দ্য রেড স্লিভ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
সত্য ঘটনা অবলম্বনে পরিচালক জাং জি-ইন ও সং ইয়ন-হুয়া নির্মাণ করেন কোরীয় সিরিজ ‘দ্য রেড স্লিভ’। ঐতিহাসিক ও রোমান্টিক ঘরানার সিরিজটি গত বছরের নভেম্বরে মুক্তি পায়। এতে রাজদাসীদের জীবন ও সে সময়ের প্রেক্ষাপট সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সিরিজটি এখন বাংলায়ও দেখা যাচ্ছে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে সিরিজটির ৪৭ থেকে ৪৯তম পর্ব। সিরিজটিতে অভিনয় করেছেন লি জুন-হো, লি সি-ইয়ং, কাং হুন প্রমুখ।

‘কুহেলিকা’র পোস্টার
ফেসবুক

কুহেলিকা
ধরন: সিনেমা
স্ট্রিমিং: বিঞ্জ
দিনক্ষণ: ৭ এপ্রিল
একই সমাজে বাস করলেও জীবনকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে নন্দিনী ও অন্বেষা। সেই নন্দিনী ও অন্বেষাই যখন এক বিন্দুতে মিলে যায়, নতুন দিকে মোড় নেয় গল্প। এমন গল্প নিয়ে ওয়েব ফিল্মটি মুক্তি পাচ্ছে আজ। সামিউর রহমান পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা, সাফা কবির, ইয়াশ রোহান, শাফায়াত মনসুর রানা।

‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’ তৈরি হয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘চিড়িয়াখানা’ অবলম্বনে
আইএমডিবি থেকে নেওয়া

ব্যোমকেশ ও পিঁজরাপোল
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: ৭ এপ্রিল
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘চিড়িয়াখানা’ অবলম্বনে নির্মিত হয়েছে ব্যোমকেশের নতুন কিস্তি। আবারও সত্যান্বেষী হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। তাঁর সঙ্গী অজিত হয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়, ব্যোমকেশের স্ত্রী সত্যবতীর ভূমিকায় আছেন ঋদ্ধিমা ঘোষ। সুদীপ্ত রায় পরিচালিত সিরিজটির সৃজনশীল পরিচালক অনির্বাণ ভট্টাচার্য।

বলিউডের স্বর্ণযুগের প্রেক্ষাপটে নির্মিত সিরিজ ‘জুবিলি’
আইএমডিবি থেকে নেওয়া

জুবিলি
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ৭ এপ্রিল
বলিউডের স্বর্ণযুগের প্রেক্ষাপটে নির্মিত সিরিজটিতে উঠে আসবে এক স্টুডিওর কর্ণধারের জীবনের নানা দিক ও তাঁর সঙ্গে জড়িত বিভিন্ন মানুষের জীবনের গল্প। বিক্রমাদিত্য মোতওয়ানি পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দারি, ওয়ামিকা গাব্বি, অপারশক্তি খুরানা প্রমুখ।

‘হাঙ্গার’–এর পোস্টার
আইএমডিবি থেকে নেওয়া

হাঙ্গার
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ৮ এপ্রিল
থাই ড্রামা-থ্রিলার সিনেমাটি বানিয়েছেন সিটিসিরি মোংকোলসিরি। স্ট্রিট ফুড তৈরিতে দক্ষ এক তরুণীকে নিয়ে গল্প, যে কুখ্যাত এক শেফের কাছে প্রশিক্ষণ নিতে যায়, এরপরই ঘটতে থাকে নানা ঘটনা। ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ছুটিমন ছুয়েনগাররোয়েনসুকেয়িং ও নোপাছাই ছাইয়ানাম।

আরও পড়ুন
‘বুম! বুম! দ্য ওয়ার্ল্ড ভার্সেস বরিস বেকার’ তৈরি হয়েছে সাবেক জার্মান টেনিস তারকা বরিস বেকারের ঘটনাবহুল জীবন নিয়ে
আইএমডিবি থেকে নেওয়া

বুম! বুম! দ্য ওয়ার্ল্ড ভার্সেস বরিস বেকার
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: অ্যাপল টিভি ‍+
দিনক্ষণ: ৭ এপ্রিল
সাবেক জার্মান টেনিস তারকা বরিস বেকারের ঘটনাবহুল জীবন নিয়ে তথ্যচিত্র। উঠে এসেছে বরিস বেকারের জীবনের নানা দিক, বাদ যায়নি যুক্তরাজ্যে তাঁর কারাবাসের ঘটনাও। অ্যালেক্স গিবনি পরিচালিত তথ্যচিত্রটি চলতি বছরের বার্লিন উৎসবে প্রিমিয়ার হয়।